Purba Medinipur Flood : বাগুই নদীর জলে ঢুকে প্রায় বন্যা পরিস্থিতি পটাশপুরে

author img

By

Published : Sep 16, 2021, 4:02 PM IST

বাগুই নদীর জলে ঢুকে প্রায় বন্যা পরিস্থিতি পটাশপুরে

প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ৷ বাগুই নদীর জল ঢুকে এই দুর্ভোগ ৷ পাশাপাশি জলমগ্ন হয়েছে এগরা, কাঁথি, খেজুরি-সহ বিস্তীর্ণ এলাকা ৷ প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে ৷ পঞ্চায়েতগুলিকে নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে ৷

কাঁথি, 16 সেপ্টেম্বর : গত কয়েক দিনের টানা বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এগরা, কাঁথি, খেজুরি-সহ বিস্তীর্ণ এলাকায় গ্রামের পর গ্রাম জলমগ্ন । পটাশপুরের বাগুই নদীর জল গ্রামগুলোতে ঢুকে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি করেছে ৷ রাস্তার উপর জল থৈ থৈ করছে । কোথায় হাঁটু সমান জল । আবার কোথাও কোমর পর্যন্ত জল । এই বাগুই নদীর জল গ্রামের মধ্যে হু হু করে ঢুকতে শুরু করেছে । কার্যত বন্যার চেহারা নিয়েছে পটাশপুর এলাকায় । বেশ কয়েকটি গ্রাম চলে গিয়েছে জলের তলায় । বেশ কয়েকটি মাটির ঘরে জল ঢুকতে শুরু করেছে । যেকোনও সময় ভেঙে পড়তে পারে মাটির বাড়ির দেওয়াল । তা ভেবেই আতঙ্কিত এলাকার মানুষজন ।

ইতিমধ্যেই বেশ কয়েকজন বাড়ির দরকারি জিনিসপত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন । সতর্ক করা হয়েছে ব্লক প্রশাসনের তরফেও ৷ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলির জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের এলাকায় নজর রাখতে বলা হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে । এগরা-1 বিডিও অফিস সংলগ্ন প্রধান রাস্তা জলে অবরুদ্ধ হয়ে পড়েছে ৷ ফলে দুর্ভোগের স্বীকার হয়েছেন চথচলতি মানুষজন ৷ এগরা-1 ব্লকের অনেক নিচু এলাকায় ধান এবং সবজির জমিতেও জল জমে গিয়েছে ৷ স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতিতে প্রশাসনকেই দায়ী করেছেন ৷ এখনও পর্যন্ত প্রশাসনের তরফে তাঁদের কোনও সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের ৷

পটাশপুরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা

সমস্যার কথা কথা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন এগরা-1 ব্লক ও পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয়কুমার রাজ ৷ বলেন, "এলাকাগুলোর উপরে নজর রাখছে ব্লক প্রশাসন । বেশ কিছু রাস্তাঘাট, ধান, সবজি খেত জলের তলায় চলে গিয়েছে । তবে চাষিদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই । আমরা ব্লক প্রশাসনের তরফে সতর্কতা জারি করে পঞ্চায়েতগুলিকে নজর রাখতে বলেছি ।"

আরও পড়ুন : Waterlog : নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.