ETV Bharat / state

Train Service Disruption: চলছে বর্ধমান জংশনের ওভারব্রিজ ভাঙার কাজ, বাতিল পূর্বরেলের বহু ট্রেন

author img

By

Published : Feb 5, 2023, 10:50 PM IST

পূর্ব রেলের বর্ধমান-হাওড়া, বর্ধমান-আসানসোল, বর্ধমান-রামপুরহাট, বর্ধমান-শিয়ালদা, বর্ধমান-ব্যান্ডেল-সহ একাধিক লাইনে বহু ট্রেন বাতিল করা হয়েছে (Train Service Disruption) ৷ বর্ধমান জংশনে পুরনো রেল ওভার ব্রিজ ভাঙার কাজ শুরু হওয়াতেই এই পদক্ষেপ ৷

Train Service Disruption via Bardhaman due to Rail Over Bridge Demolition work
ফাইল ছবি

বর্ধমান, 5 ফেব্রুয়ারি: বর্ধমান জংশনে রেল ওভার ব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছে ৷ যার জেরে আগামী বেশ কিছুদিন পূর্বরেলের সংশ্লিষ্ট শাখাগুলিতে ট্রেন চলাচল ব্যাহত হবে (Train Service Disruption) ৷ লোকাল ট্রেন থেকে দূরপাল্লার এক্সপ্রেস, বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷ রেলের বক্তব্য, এতে যাত্রীদের, বিশেষ করে নিত্যযাত্রীদের কিছুটা অসুবিধা হবে ঠিকই, কিন্তু, আখেরে তাঁদের সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

উল্লেখ্য, বর্ধমান জংশনের এই শতাব্দী প্রাচীন রেল ওভারব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেশ কয়েক বছর আগে ৷ তথ্য বলছে, বছর দশেক আগে থেকেই সেতুটি দুর্বল হয়ে পড়ে ৷ এখন অবশ্য নতুন ফ্লাইওভার তৈরি হয়ে গিয়েছে ৷ সেই নয়া সেতু দিয়েই গাড়ি, মোটরবাইক যাতায়াত করছে ৷ কিন্তু, পথচারীরা অনেকেই পুরনো রেল ওভারব্রিজ ব্যবহার করতেন ৷ তাতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল ৷ তাই গত 31 জানুয়ারি থেকে পুরনো ওভারব্রিজ ভাঙার কাজ শুরু করা হয় ৷ রবিবার থেকে প্ল্য়াটফর্মের উপর থাকা ওভারব্রিজের অংশ ভাঙা শুরু হয় ৷ সেই কারণেই ট্রেন চলাচলে রাশ টানতে হয় রেল কর্তৃপক্ষকে ৷

আরও পড়ুন: কচুরিপানা থেকে তৈরি হবে হস্তশিল্প, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

এর ফলে পূর্ব রেলের বর্ধমান-হাওড়া, বর্ধমান-আসানসোল, বর্ধমান-রামপুরহাট, বর্ধমান-শিয়ালদা, বর্ধমান-ব্যান্ডেল-সহ একাধিক লাইনে বহু ট্রেন বাতিল করতে হয়েছে ৷ পাশাপাশি, যাত্রীদের সুবিধার্থে কিছু ট্রেন ঘুরপথেও চালানো হচ্ছে ৷ ব্রিজ ভাঙার কারণেই রবিবার সমস্ত ট্রেন বাতিল করা হয় ৷ ফলে এদিন হাওড়া, রামপুরহাট, আসানসোল-সহ সমস্ত রুটে বর্ধমান থেকে ট্রেন চলাচল একেবারে বন্ধ ছিল ৷ রেল সূত্রে জানা গিয়েছে, আগামী 8 (আট) ও 9 ফেব্রুয়ারি পর্যন্ত অনেকগুলি মেল ও এক্সপ্রেস ট্রেন চলবে না ৷

বাতিল ট্রেনগুলির তালিকায় রয়েছে, মোকামা এক্সপ্রেস, সিউড়ি এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, শহিদ এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, মুম্বই মেল, হাওড়া-রক্সৌল এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, জয়নগর এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস প্রভৃতি ৷ এর ফলে সংশ্লিষ্ট রুটগুলিতে যাত্রীরা যথেষ্ট সমস্য়ায় পড়বেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.