ETV Bharat / state

Water hyacinths: কচুরিপানা থেকে তৈরি হবে হস্তশিল্প, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

author img

By

Published : Feb 1, 2023, 8:36 PM IST

পূর্বস্থলীতে এবার কচুরিপানা থেকে হস্তশিল্প সামগ্রী তৈরি করবেন মহিলারা (Handicrafts will Made from Water Hyacinths)৷ বৃহস্পতিবার সেই প্রকল্পেরই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
কচুরিপানা থেকে হস্তশিল্প

কচুরিপানা থেকে হস্তশিল্প তৈরি পূর্বস্থলীতে

পূর্বস্থলী, 1 ফেব্রুয়ারি: কচুরিপানা থেকে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী তৈরি করবেন গ্রামের মহিলারা । এর ফলে একদিকে যেমন পুকুর-খাল-বিল সহজেই পরিষ্কার থাকবে তেমনই অন্যদিকে মহিলারাও স্বনির্ভর হয়ে উঠতে পারবেন । পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বর্ধমানের গোদার মাঠে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । সেখান থেকেই জেলার একঝাঁক প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, পূর্বস্থলী-1 ব্লকে এই প্রকল্পের জন্য রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের তরফ থেকে 46 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে(Handicrafts of Water hyacinths in Purbasthali)। পূর্বস্থলীতে বাঁশদহ ও চাঁদের বিল-সহ একাধিক খাল বিল জলাশয় রয়েছে । রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে প্রতিবছর খাল-বিল চুনো-পুঁটি উৎসব হয়ে থাকে । সেই সময় বিভিন্ন জলাশয় থেকে কচুরিপানা পরিষ্কার করা হয় । তবে কচুরিপানা থেকে যে শিল্পসামগ্রী তৈরি করা যেতে পারে সেটা প্রথমে কারও ধারণা ছিল না ।

বিশ্বভারতীর এক ছাত্রের কাছ থেকে বিষয়টি জানতে পারেন মন্ত্রী স্বপন দেবনাথ । এরপরেই তিনি উদ্যোগ নেন । এই উদ্যোগ নেওয়ার জন্য একদিকে যেমন নিয়মিতভাবে পুকুর-খাল-বিল থেকে কচুরিপানা পরিষ্কার করা যাবে তেমনি তারপর 25 টাকা কেজি দরে সেই পানা বিক্রি করা যাবে । ফলে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হবে । সরকারি অর্থে গড়ে তোলা হবে কচুরিপানা রাখার জায়গা ও শিল্পীদের কাজ করার জায়গা ।

Purbasthali
কচুরিপানা থেকে হস্তশিল্প
ইতিমধ্যেই খালবিল ওয়েলফেয়ারের তরফে 20জনকে কচুরিপানা থেকে শিল্পসামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে । প্রথমে কচুরিপানা পুকুর থেকে তুলে নিয়ে শুকিয়ে নিতে হবে । তারপর পানার নির্দিষ্ট অংশ থেকে ফল রাখার ট্রে, ব্যাগ ও ঝুড়ি ইত্যাদি জিনিসপত্র তৈরি করা হবে । এই বিষয়ে পূর্বস্থলী-1 পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন, "মন্ত্রী স্বপন দেবনাথের কথা মতো কচুরিপানা থেকে হস্তশিল্প সামগ্রী তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী তা অনুমোদন করেছেন । এর ফলে এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে । পাশাপাশি কচুরিপানা থেকে শিল্পসামগ্রী সকলের মন কাড়বে বলেই মনে হয় ।"

আরও পড়ুন : মমতার কচুরিপানা শিল্প নিয়ে মোদির রাজ্যে মালদার দুই ছাত্র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.