ETV Bharat / state

Burdwan University: বর্ধমান বিশ্ববিদ্যালয় নির্দেশিকা দিলেও হস্টেল থেকে বহিরাগত হঠানো যাবে ? প্রশ্ন ছাত্র সংগঠনের

author img

By

Published : Aug 18, 2023, 8:04 PM IST

Burdwan University Hostels: যাদবপুর কাণ্ডের পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ও বহিরাগতদের হস্টেল খালি করার নির্দেশিকা জারি করেছে ৷ তবে এই নির্দেশিকা থাকলেও বহিরাগতদের আদৌ হস্টেল থেকে হঠানো যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্র সংগঠনগুলি ৷

Burdwan University
বর্ধমান বিশ্ববিদ্যালয়

বর্ধমান, 18 অগস্ট: যাদবপুর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে নড়েচড়ে বসল বর্ধমান বিশ্ববিদ্যালয় । বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তারা বহিরাগত ছাত্রদের হস্টেল খালি করার নির্দেশ দিয়েছে । ছাত্রাবাসগুলির সামনে বসানো হবে সিসিটিভি ক্যামেরাও । যদিও এসএফআই-এর দাবি, এর আগেও বিশ্ববিদ্যালয়ের হস্টেল ক্যাম্পাসগুলিতে তারা সিসিটিভি বসানোর দাবি তুলেছিল ৷

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, উচ্চশিক্ষা দফতরের নির্দেশমতো সাত দিনের মধ্যে প্রাক্তন ছাত্রদের হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে । বিশ্ববিদ্যালয়ের হস্টেল ক্যাম্পাসে প্রবেশ করতে হলে সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে । পাশাপাশি হস্টেলগুলির সামনে বসানো হবে সিসিটিভি ক্যামেরাও ।

এ দিকে, প্রাক্তন ছাত্রদের হস্টেল খালি করার নির্দেশ দেওয়ার পরেই সরব হয়েছে বিরোধী ছাত্র সংগঠনগুলি । তাদের দাবি, হস্টেলগুলিতে বহিরাগত ছাত্রদের দাপট চলছে বলে এতদিন তারা যে অভিযোগ করে আসছিল, চাপে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটাই ঘুরিয়ে স্বীকার করে নিল । আর হস্টেলগুলিতে কীভাবে অসামাজিক কাজকর্ম চলে, কারা কখন হস্টেলগুলিতে ঢুকে দাদাগিরি চালায়, সেই সব লক্ষ্য রাখার জন্য সিসিটিভি বসানোর দাবিও একাধিকবার উপাচার্যকে লিখিতভাবে জানানো হয়েছিল । কিন্তু তিনি কোনও কর্ণপাত করেননি বলে অভিযোগ । এসএফআই-এর দাবি, তৃণমূল ছাত্র সংগঠনের কথাতেই চলে বিশ্ববিদ্যালয় । ফলে নির্দেশিকা জারি হলেও আদৌ তা কার্যকর হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তারা ।

আরও পড়ুন: ছাত্রকে হাসপাতালে ভরতির পর পুলিশের হাত থেকে বাঁচার নীল নকশা সাজিয়েছিলেন সৌরভ

এসএফআইয়ের ছাত্রনেতা প্রদীপ ভৌমিক বলেন, "যাদবপুরে ঘটনা দেখিয়ে দিয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলি কী অবস্থায় আছে । তৃণমূল আশ্রিত গুন্ডারা আজ হস্টেলের দখল নিয়েছে । কেউ প্রাক্তন, কেউ কোনওদিন বিশ্ববিদ্যালয়ে পা রাখেননি, তাঁরাই আজ সাধারণ ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার করছেন । আজ হস্টেল বহিরাগতের দখলে । সকলেই তৃণমূল মদতপুষ্ট । সেখানে তাঁরা অসামাজিক কাজকর্মে যুক্ত । সেইসঙ্গে হস্টেলে যদি আশি জন ছাত্রের জায়গা থাকে, দেখা যাবে সেখানে 150 জনের রান্না হয় । খবর নিয়ে জেনেছি বহিরাগত দাদা ও নেতারা সেই খাবার খান । চলছে মদ্যপান । সেই খাবার খরচ মেস কমিটির ঘাড়ে চাপে । সাধারণ ছাত্রছাত্রীরা সেই খরচ বহন করে । ফলে সাধারণ ছাত্রছাত্রীরা আজ অতিষ্ঠ হয়ে উঠেছে । প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছি । এর আগেও আমরা সিসিটিভি বসানোর জন্য বারংবার আবেদন করে এসেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি নির্দেশিকা জারি করে বহিরাগতদের হস্টেল খালি করার জন্য, তাহলে তো তারা স্বীকার করছে বহিরাগত আছে । দেখা যাক নির্দেশ কার্যকর হয় কি না ।"

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এবিভিপি-র আহ্বায়ক রাজেন সেন বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছায়া দেখা যাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র হস্টেলগুলি বহিরাগত ছাত্রদের দখলে আছে । ফলে হস্টেলের পরিবেশ নষ্ট হচ্ছে । আমরা সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, তারা যাতে অবিলম্বে বহিরাগতদের হস্টেল থেকে বের করার ব্যবস্থা করে । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় দেখি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.