ETV Bharat / state

JU Student Death Probe: ছাত্রকে হাসপাতালে ভরতির পর পুলিশের হাত থেকে বাঁচার নীল নকশা সাজিয়েছিলেন সৌরভ

author img

By

Published : Aug 18, 2023, 6:20 PM IST

Sourav Chowdhury Mastermind: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভরতির পর পুলিশকে মোকাবিলার নীল নকশা সাজিয়েছিলেন ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ চৌধুরী ৷

JU Student Death Probe
সৌরভ চৌধুরী

কলকাতা, 18 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রকে হাসপাতালে ভরতি করার পর গোটা ঘটনার নীল নকশা সাজিয়েছিলেন ধৃত সৌরভ চৌধুরী ৷ ঘটনার পর অন্য ছাত্রদের মুখ বন্ধ রাখার পরামর্শ দেওয়া থেকে শুরু করে, হস্টেলের বাকি আবাসিকদের গোটা ঘটনাটি চেপে যেতেও বলেছিলেন সৌরভ । এমনই তথ্য হাতে এসেছে তদন্তকারী আধিকারিকদের ৷

সৌরভের রাজনৈতিক বাবা কে ? কিন্তু পুলিশের দাবি, এত বড় ঘটনায় যে শুধু সৌরভের মাথা কাজ করেছে তেমনটা নয় । লালবাজারের দাবি, বিভিন্ন ঘটনায় সৌরভ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কন্ট্রোল করতেন । কিন্তু তাঁকে কন্ট্রোল করতেন কে ? এ বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 'হস্টেলের বাবা' নামে পরিচিত ধৃত সৌরভের 'রাজনৈতিক বাবা'র খোঁজ পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । এর জন্য তাঁর ব্যবহৃত ল্যাপটপ ও ফোনের তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা ।

সেই রাতেই 4 বার জেনারেল বডির বৈঠক: যাদবপুরের বাংলা অনার্সের পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় কেপিসি হাসপাতালে ভরতি করিয়ে আসার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের পাশে একটি নির্জন মাঠে সেই রাতেই চারবার জেনারেল বডির বৈঠক করা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ । সেই বৈঠকে উপস্থিত ছিলেন ধৃত মনোতোষ, সপ্তক-সহ একাধিক পড়ুয়ারা । এছাড়াও তদন্তকারীরা জানতে পেরেছেন যে, সেই জেনারেল বডির বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ চৌধুরী ।

কী বলছে পুলিশ: নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক জানান, এই জেনারেল বডির বৈঠকে সেই রাতে সৌরভ ছাত্রদের বেশ কয়েকটি নির্দেশ দেন ৷ তিনি কার্যত শিখিয়ে দিয়েছিলেন যে, পুলিশ ঘটনাস্থলে এলে যেন ছাত্ররা পুলিশের সামনে বলেন যে, আগে থেকেই ওই পড়ুয়ার মাথায় গণ্ডগোল ছিল । তাঁর আচরণ অস্বাভাবিক ছিল । এ ছাড়াও সৌরভ চৌধুরীর নেতৃত্বে অভিযুক্তরা হস্টেলের অন্যান্য আবাসিকদের মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছিলেন । বেশ কয়েকজন প্রাক্তনী এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে তড়িঘড়ি হস্টেল ও বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্যত্র গা ঢাকা দেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছিলেন সৌরভ চৌধুরী ।

আরও পড়ুন: পড়ুয়া মৃত্যুর নেপথ্যে ছাত্র সংগঠনগুলির দখলদারির লড়াই ! চাঞ্চল্যকর তথ্য পুলিশি তদন্তে

তথ্য-প্রমাণ এবং এই ঘটনায় ধৃতদের জেরা করে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, যখন জেনারেল বডি বৈঠক চলছিল, সেই সময় হস্টেলের অন্যান্য আবাসিকদেরও সেখানে শামিল করা হয় ।

মূল চক্রী সৌরভ: এই ঘটনায় ধৃত ন'জন অভিযুক্তকে পৃথক পৃথক বসিয়ে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, গোটা ঘটনার মূল চক্রী এখনও পর্যন্ত সৌরভ চৌধুরী । তদন্তকারীদের অনুমান, এখনও পর্যন্ত বেশ কয়েকজন ছাত্র ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছেন । তাঁদের খোঁজ পাওয়ার জন্য ইতিমধ্যেই তদন্তকারীদের রাজ্যের বাইরে পাঠানোর সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হতে পারে বলে লালবাজার সূত্রের খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.