ETV Bharat / state

Agnipath Scheme: অগ্নিপথের প্রতিবাদে বর্ধমানের রাস্তায় বাম ছাত্র সংগঠন

author img

By

Published : Jun 20, 2022, 9:07 PM IST

SFI protest against Agnipath Scheme in Bardhaman
Agnipath Scheme: অগ্নিপথের প্রতিবাদে বর্ধমানের রাস্তায় বাম ছাত্র সংগঠন

'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর প্রতিবাদ ৷ বর্ধমানের কার্জনগেটে বিক্ষোভ দেখাল এসএফআই ৷

বর্ধমান, 20 জুন: 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর বিরোধিতায় পথে নেমে প্রতিবাদ করল এসএফআই (SFI) ৷ একইসঙ্গে, কলকাতায় এক ডিওয়াইএফআই নেতাকে গ্রেফতারের প্রতিবাদেও সরব হল এই বাম ছাত্র সংগঠন ৷ সোমবার মূলত, এই দু'টি দাবিকে সামনে রেখেই বর্ধমানের কার্জনগেটে বিক্ষোভ দেখায় এসএফআই ৷

এসএফআই-এর জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী বলেন, "অগ্নিপথের নাম করে আমাদের দেশের সরকার যেভাবে 'সিভিক সেনাবাহিনী' তৈরি করার পরিকল্পনা নিয়েছে, ছাত্র ও যুবরা তার বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নেমেছে ৷ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করা হচ্ছে ৷ যাঁরা সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা রাস্তায় নেমেছেন ৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা, ভারতের ছাত্র ফেডারেশনও বর্ধমানে রাস্তায় নেমেছি ৷ কলকাতায় যখন আমাদের সদস্যরা রাস্তায় নেমেছেন, তাঁদের উপর নির্মমভাবে আক্রমণ করা হয়েছে ৷ পুলিশ তাঁদের গ্রেফতার করেছে ৷ এখনও তাঁদের ছাড়া হয়নি ৷"

কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিক্ষোভকারীরা ৷

আরও পড়ুন: Dilip Ghosh: বিভিন্ন ইস্যুতে আন্দোলন করতে পথে নামল কংগ্রেস, কটাক্ষ দিলীপের

বিক্ষোভকারীদের অভিযোগ, অগ্নিপথ প্রকল্প এনে দেশের নিরাপত্তাকে দুর্বল করে দেওয়া হচ্ছে ৷ বাম ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা জানিয়েছেন, তাঁরা এই সিদ্ধান্তের প্রতিবাদ (Agnipath Scheme Protest) জানাবেন ৷ তাতেও কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.