ETV Bharat / state

Renu Khatun জামিনে মুক্ত স্বামী শেখ শরিফুল, প্রাণ সংশয়ের আশঙ্কায় ভুগছেন কেতুগ্রামের রেণু

author img

By

Published : Aug 28, 2022, 8:19 PM IST

Renu Khatun
Renrenu-khatun-of-ketugram-fears-for-life-due-to-her-husband-sheikh-shariful-gets-bailu Khatun

কেতুগ্রামের রেণু খাতুনের (Renu Khatun) কব্জি কেটে নেওয়ার ঘটনায় জামিন পেয়েছেন অভিযুক্ত শেখ শরিফুল ৷ তাই ফের একবার প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন রেণু (Renu Khatun of Ketugram fears for Life) ৷ অভিযুক্ত স্বামীকে জেলে রেখে বিচার প্রক্রিয়া চালানোর আবেদন জানিয়ে তাই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন তিনি ৷

কেতুগ্রাম, 28 অগস্ট: স্ত্রী সরকারি হাসপাতালে নার্সের চাকরি পাওয়ায় স্বামী এবং তাঁর বন্ধুরা মিলে কব্জি থেকে হাতের অংশ কেটে দিয়েছিল ৷ পূর্ব বর্ধমানের কেতুগ্রামের রেণু খাতুনের (Renu Khatun) সঙ্গে ঘটে যাওয়া সেই নারকীয় ঘটনার স্মৃতি এখনও সকলের মনে তাজা ৷ সেই ঘটনায় মূল অভিযুক্ত রেণুর স্বামী শেখ শরিফুল ওরফে সিরাজ জামিনে মুক্ত হয়েছেন ৷ তাই এ বার প্রাণ সংশয়ে ভুগছেন রেণু ৷ তাই মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানিয়ে আবেদন করার কথা জানালেন নার্সিং কলেজে কর্মরত রেণু খাতুন ৷

গত 4 জুন রেণু খাতুনের হাতের কব্জি কেটে দেন স্বামী শেখ শরিফুল এবং তাঁর 2 বন্ধু ৷ 3 জনকেই পুলিশ গ্রেফতার করে ৷ স্ত্রী সরকারি চাকরি পেলে তাঁকে ছেড়ে চলে যাবেন ৷ এই আশঙ্কায় এবং বন্ধুদের উস্কানিতে স্ত্রীর হাতের কব্জি তিনি কেটে দিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছিলেন শরিফুল ৷ সেই ঘটনার পর মুখমন্ত্রী রেণুর সঙ্গে দেখা করেছিলেন বর্ধমান সফরে গিয়ে ৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি নার্সিং কলেজে রেণুকে চাকরি দেওয়া হয়েছে ৷ পূর্ব বর্ধমান জেলা পরিষদের তরফে রেণুর জন্য কৃত্রিম হাতের ব্যবস্থাও করা হচ্ছে ৷

প্রাণ সংশয়ের আশঙ্কায় ভুগছেন কেতুগ্রামের রেণু

এত কিছুর মধ্যেও নতুন করে প্রাণের ভয় পাচ্ছেন রেণু খাতুন (Renu Khatun of Ketugram fears for Life) ৷ কারণ, তাঁর স্বামী শরিফুল জামিনে মুক্তি পেয়েছেন ৷ এ নিয়ে রেণু বলেন, ‘‘জামিন কীভাবে পেয়েছে সেটা আমি জানি না ৷ হয়তো পুলিশের তদন্তে কোনও গাফিলতি থাকতে পারে ৷ তাই হয়তো জামিন পেয়ে গিয়েছে ৷ ওরা জামিন পেয়েছে এটা শুনে আমি আতঙ্কিত ৷’’

আরও পড়ুন: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চাই, গোপন জবানবন্দি দিয়ে বেরিয়ে বললেন রেণু

তবে, রেণু জানিয়েছেন তাঁর আইনের উপরে আস্থা আছে ৷ তাই তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন, যাতে অভিযুক্তদের জেলে বন্দি রেখে বিচার প্রক্রিয়া চালানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.