Renu Khatun : স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চাই, গোপন জবানবন্দি দিয়ে বেরিয়ে বললেন রেণু

author img

By

Published : Jun 22, 2022, 7:44 PM IST

Renu Khatun

বুধবার আদালতে গিয়ে গোপন জবানবন্দি দিলেন রেণু খাতুন(Renu Khatun)৷ স্বামী-সহ সকল দোষীদের শাস্তির দাবি জানালেন তিনি ৷

কাটোয়া, 22 জুন : কাটোয়া মহকুমা আদালতে বুধবার গোপন জবানবন্দি দিলেন রেণু খাতুন । আদালত থেকে ফেরার পথে এদিন তিনি বলেন, "ওদের সব্বার যাবজ্জীবন কারাদণ্ড চাই (Renu Khatun Demands Life Time Imprisonment of all Accused)৷ সেই আবেদনই করব আদালতের কাছে ৷" পাশাপাশি রেণুর স্বামী শের মহম্মদ স্ত্রী বিরুদ্ধে পরকীয়ার দাবি তোলায় রেণুর বক্তব্য, "ও আমার নামে যা অভিযোগ করছে সব মিথ্যে ৷"

মঙ্গলবার বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে নার্স হিসেবে কাজে যোগ দেওয়ার জন্য যাবতীয় নথিপত্র জমা দিয়ে আসেন রেণু খাতুন । জুলাই মাসের প্রথম সপ্তাহে তাঁর কাজ শুরু করার কথা । এরপর বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালতে তিনি গোপন জবানবন্দি দিতে যান । সেখানে গোপন জবানবন্দি দিয়ে গাড়িতে ওঠার পর তার স্বামী-সহ অন্যান্যদের যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করেন ।

আরও পড়ুন : Renu Khatun : প্রতিবন্ধকতা কর্মজীবনে প্রভাব ফেলবে না, কাজে যোগ দিয়ে আত্মবিশ্বাসী রেণু

এদিন রেণু খাতুন বলেন, "স্বামী-সহ এই কাজে যুক্ত প্রত্যেকেরই যাবজ্জীবন কারাদণ্ড হোক । ওদের শাস্তির দাবি নিয়ে আদালতে যাচ্ছি । মুখ্যমন্ত্রীর কাছেও আমি ওদের শাস্তির আবেদন জানাব ।"

স্বামী-সহ সব অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড চাই, আদালতে যাওয়ার পথে বললেন রেণু খাতুন

প্রসঙ্গত, স্ত্রী বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করে । এরপর যদি সরকারি হাসপাতালে চাকরি পেয়ে যায় তাহলে হয়ত স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে এই হীনমন্যতায় ভুগছিলেন রেণু খাতুনের স্বামী শের মহম্মদ ৷ এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি ৷ কিন্তু যখন জানতে পারেন যে স্ত্রী কখনওই এই চাকরি ছাড়বে না তখন সুপারি কিলার দিয়ে গত 6 জুন রেণুর কবজি কেটে নেন শের মহম্মদ ৷ এই ঘটনার পর থেকেই চাকরি নিয়ে চিন্তাই ছিলেন রেণু ৷ এই অবস্থায় তাঁর পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Husband cuts Wife's Wrist : স্ত্রী পেয়েছেন সরকারি চাকরি, হীনমন্যতায় স্ত্রীর হাত কেটে দিল স্বামী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.