ETV Bharat / state

TMC Leader Arrested: তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের বাড়ি থেকে বোমা ও অস্ত্র উদ্ধার

author img

By

Published : Aug 8, 2022, 9:01 PM IST

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঝিলু-2 পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন জিয়াবুর রহমান ৷ এই তৃণমূল (Trinamool Congress) নেতার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে বোমা ও অস্ত্র ৷ সোমবার আদালত তাঁকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে ৷

police-arrested-tmc-leader-and-recovered-arms-ammunition
TMC Leader Arrested: তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের বাড়ি থেকে বোমা ও অস্ত্র উদ্ধার

মঙ্গলকোট, 8 অগস্ট : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রাক্তন উপপ্রধানের বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর বোমা ও অস্ত্র । জিয়াবুর রহমান নামে ওই তৃণমূল নেতাকে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মঙ্গলকোট থানার পুলিশ গ্রেফতার করেছে । পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ঝিলু-2 পঞ্চায়েতের ঘটনা ঘটেছে । তার বাড়ি থেকে 45 টি বোমা ও একটা গুলি ভরতি পাইপগান উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোট থানার পুলিশ রবিবার রাতে জিয়াবুরের বাড়িতে হানা দেয় । সেখান থেকে 45টি বোমা, একটা গুলি ভরতি পাইপগান উদ্ধার করেছে ।

তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের ঝিলু-2 পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ছিলেন জিয়াবুর রহমান । 2013 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে উপপ্রধান নির্বাচিত হন । কিন্তু উপপ্রধান হওয়ার পর থেকেই দলের মধ্যে দলীয় কোন্দল শুরু হয় । আর সেই কারণেই তিনি অস্ত্র মজুত করেছিলেন বলে অভিযোগ ।

এদিন ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠায় আদালত ।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বর্ধমানে মিছিল বিজেপি-সিপিএম'র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.