ETV Bharat / state

গলসিতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ, জখম 2

author img

By

Published : Jul 7, 2020, 12:43 PM IST

পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ দুই পক্ষের বোমাবাজির ঘটনায় মোট দুইজন জখম হন ৷ তাদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

galsi
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত গলসি

গলসি, 7 জুলাই : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমানের গলসি এক নম্বর ব্লকের ঢোলা গ্রাম ৷ এই ঘটনায় এক মহিলা সহ দুইজন জখম হন ৷ চিকিৎসার জন্য তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয় ৷ তবে পুলিশের তরফ থেকে জানানো হয়, কোনও বোমাবাজির ঘটনা ঘটেনি ৷

স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে শতাধিক CPI(M) কর্মী ডাবলু নামক এক প্রতিপত্তিশালী ব্যক্তির নেতৃত্বে তৃণমূলে যোগদান করেন ৷ অন্যদিকে ওই গ্রামের একদল তৃণমূল কর্মী হেপাজুল নামক এক ব্যক্তির গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৷ গ্রামে কোন দলের আধিপত্য থাকবে, তা নিয়ে মাঝেমধ্যেই দুইপক্ষের ঝামেলা হত ৷ স্থানীয়দের অভিযোগ, সোমবার রাতে হেপাজুল গোষ্ঠীর উপর লাঠি, টাঙ্গি নিয়ে চড়াও হয় ডাবলুর লোকজন ৷ দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ ৷ এলাকাজুড়ে চলে ব্যাপক বোমাবাজি ৷ এই ঘটনায় এক মহিলা-সহ মোট দুইজন জখম হন ৷

হেপাজুল গোষ্ঠীর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ডাবলুর লোকজন সোমবার রাতে আচমকা তাদের উপর হামলা চালায় ৷ বোমাবাজিও করা হয় ৷ অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা ডাবলু জানান, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ৷ পারিবারিক কোনও দ্বন্দ্ব ঘটেছে কি না, তা জানা নেই ৷

গলসি থানার তরফ থেকে জানানো হয়, কোনও বোমাবাজির ঘটনা ঘটেনি ৷ এই বিষয়ে কোনও পক্ষের তরফ থেকেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.