ETV Bharat / state

ভাতারে বোমাবাজি ,আতঙ্ক

author img

By

Published : Sep 1, 2019, 9:10 PM IST

শনিবার গভীর রাতে নবাবনগর এলাকার বিভিন্ন জায়গায় পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামবাসীরা । বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নবাবনগর ও শ্রীপুর গ্রামে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুই গ্রামে বাড়ানো হয়েছে নজরদারি৷

ভাতারে বোমাবাজি

ভাতার, 1 সেপ্টেম্বর: গভীর রাতে বোমাবাজি ৷ আতঙ্ক ছড়িয়েছে ভাতারের নবাবনগর গ্রামে । তবে কারা কী উদ্দেশ্যে বোমাবাজি করেছে তা জানা যায়নি । শনিবার গভীর রাতে নবাবনগর এলাকার বিভিন্ন জায়গায় পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামবাসীরা । বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নবাবনগর ও শ্রীপুর গ্রামে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুই গ্রামে বাড়ানো হয়েছে নজরদারি৷

গ্রামবাসীরা জানিয়েছেন, প্রথম বোমার আওয়াজ আসে নবাবনগর ও শ্রীপুর গ্রামের মাঝামাঝি এলাকায় মাঠের মধ্যে থেকে । তার কিছুক্ষণ পরেই নবাবনগর প্রাথমিক বিদ্যালয়ের কাছে বোমার আওয়াজ পাওয়া যায় । আজ সকালে গিয়ে স্কুলের দেওয়ালে বিস্ফোরণের চিহ্ন দেখতে পাওয়া যায় ।

Intro:ভাতারে বোমাবাজি ঘিরে চাঞ্চল্য

পুলক যশ, ভাতার

বোমাবাজির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে ভাতারের নবাবনগর এলাকায় । তবে কারা কি উদ্দেশ্যে বোমাবাজি করেছে তা জানা যায়নি।
শনিবার গভীর রাতে নবাবনগর এলাকার বিভিন্ন জায়গায় পরপর তিনটি বোমা বিস্ফোরনের শব্দ শুনতে পান গ্রামবাসীরা । এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । তবে কারা বোমাবাজি করেছিল তা জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে তিনটি বোমা বিস্ফোরনের শব্দ শুনতে পান নবাবনগর কলোনীর স্থানীয় বাসিন্দারা । গ্রামবাসী কালু বাগদি,গোষ্ঠপদ মন্ডলরা জানিয়েছেন, প্রথম বোমার আওয়াজ আসে নবাবনগর ও শ্রীপুর গ্রামের মাঝামাঝি এলাকায় মাঠের মধ্যে থেকে । তার কিছুক্ষন পরেই নবাবনগর প্রাথমিক বিদ্যালয়ের কাছে বোমার আওয়াজ পাওয়া যায় । এভাবে কিছু সময়ের মধ্যেই পরপর তিনটি বোমা ফাটার আওয়াজ শুনতে পাওয়া যায় । এদিন সকালে গিয়ে স্কুলের দেওয়ালে বোমা বিস্ফোরনের চিহ্ন দেখতে পাওয়া যায় ।
শনিবার রাতে বোমাবাজির ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । এলাকায় নজরদারি শুরু করেছে পুলিশ ।Body: ভাতারে Conclusion:বোমাবাজি ঘিরে চাঞ্চল্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.