ETV Bharat / state

তৃণমূলের সন্ত্রাসে আতঙ্কিত বিজেপি নেতা-কর্মীরা, অভিযোগ রাজু বন্দ্যোপাধ্যায়ের

author img

By

Published : Jun 21, 2021, 6:02 PM IST

BJP will start protest from 23rd june against tmc in west bengal
23 জুন থেকে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে আন্দোলন কর্মসূচিতে নামছে বিজেপি

আগামী 23 জুন থেকে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে বিজেপি নেতৃত্ব ৷ আজ পূর্ব বর্ধমানে সেই কর্মসূচি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ৷ ভোট পরবর্তী সময়ে তৃণমূল রাজ্যে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, তার প্রতিবাদে পূর্ব বর্ধমানেও এই আন্দোলন হবে বলে জানিয়েছেন তিনি ৷

পূর্ব বর্ধমান, 21 জুন : করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্যজুড়ে আন্দোলনে নামতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব । আগামী 23 জুন থেকে প্রতিটি জেলায় এই আন্দোলনের কথা ইতিমধ্যে জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ এ নিয়ে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন ৷ তিনি অভিযোগ করেছেন, ভোট পরবর্তী সময়ে তৃণমূল যেভাবে বিজেপির নেতা ও কর্মীদের উপর হামলা চালাচ্ছে, তার প্রতিবাদেই এই আন্দোলন ৷ করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে এতদিন বিজেপি অপেক্ষা করেছিল বলে জানিয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷ এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি আন্দোলনে নামার পরিকল্পনা নিয়েছে ৷

আজ পূর্ব বর্ধমানে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাজু বন্দ্য়োপাধ্যায় অভিযোগ করেছেন, রাজ্যজুড়ে তৃণমূল যেভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, তাতে বিজেপির নেতা-কর্মীরা আতঙ্কিত ৷ তার প্রতিবাদে এবার পথে নেমে আন্দোলন শুরু করতে চলেছে রাজ্য বিজেপি ৷ 23 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস ৷ সেই দিনেই বিজেপি তাদের প্রতিবাদ কর্মসূচি শুরু করবে ৷ তিনি ক্ষোভ প্রকাশ করেন বলেন, ‘‘দিনের পর দিন তৃণমূলের এই অত্যাচার চলতে পারে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যে সন্ত্রাস আরও বেড়েছে ৷ মহিলা, বয়স্ক থেকে শিশু কেউ তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ৷’’

তৃণমূলের সন্ত্রাসে আতঙ্কিত বিজেপি নেতা-কর্মীরা, অভিযোগ রাজু বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন : পৌরভোটের আগে নীল নকশা তৈরি গেরুয়া শিবিরে

রাজু বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন, বিজেপির নেতা ও কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ৷ এ নিয়ে ইতিমধ্যে বিজেপি আদালতের দ্বারস্থ হয়েছে ৷ যে মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশনকে একটি কমিটি গঠন করে পুরো ঘটনার রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে ৷ যদিও সেই নির্দেশের পাল্টা রাজ্য সরকার হাইকোর্টে একটি আবেদন করেছে ৷

আরও পড়ুন :শ্যামাপ্রসাদকে সামনে রেখে পশ্চিমবঙ্গ দিবসের দাবি বিজেপির

তৃণমূল 2011 সালে ক্ষমতায় আসার পর যে বিরোধীশূন্য সরকার গড়ার পথ বেছে নিয়েছিল ৷ এ বারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একই পন্থা অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.