ETV Bharat / state

স্নাতক স্তরে ভরতির পোর্টাল চালুর আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি অধ্যক্ষ পরিষদের - ADMISSION PORTAL FOR GRADUATION

author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 6:46 AM IST

Admission Portal for Graduate Level: প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক, সিবিএসিসি দ্বাদশ এবং আইএসির পরীক্ষার ফল ৷ স্নাতক স্তরে ভরতি পোর্টাল চালুর আবেদন জানিয়ে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ও উচ্চশিক্ষা দফতরে চিঠি দেওয়া হয়েছে অধ্যক্ষ পরিষদের পক্ষ থেকে ৷

Admission Portal for Graduate Level
প্রতীকী ছবি (ফাইল ছবি)

কলকাতা, 21 মে: পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে ভরতি প্রক্রিয়ার দাবি নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের ৷ ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ও উচ্চশিক্ষা দফতরে চিঠিও দেওয়া হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে ৷ ইতিমধ্য়েই উচ্চমাধ্যমিক, সিবিএসিসি দ্বাদশ এবং আইএসির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে । কিন্তু এখনও উচ্চশিক্ষার ক্ষেত্রে স্নাতকস্তরে ভরতি পোর্টাল চালু হয়নি। সেই বিষয়ে কোনও তথ্য বিশ্ববিদ্যালয়গুলিতে আসেনি। সেই জন্য এই চিঠি দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দফতরে ৷

সংগঠনের সভাপতি পূর্ণচন্দ্র মাইতি বলেন, "শোনা যাচ্ছে নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি লাগু করা আছে। সেই জন্য এই পোর্টাল উদ্বোধন করা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই বেসরকারি এবং সংখ্যালঘু বিশ্ববিদ্যালয়গুলি ভরতি প্রক্রিয়া শুরু করে দিয়েছে ৷ আশঙ্কা, এর ফলে রাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ের সিট ফাঁকা থাকবে। অনেকেই ভিন্ন রাজ্যে পড়তে চলে যাবে। তাই যত দ্রুত সম্ভব এই পোর্টাল চালু করা হোক।" পাশাপাশি গত বছরের বহু বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা থাকার কথাও তুলে ধরা হয়েছে চিঠির মাধ্যমে ।

প্রসঙ্গত, নির্বাচন প্রক্রিয়া 4 জুন শেষ হচ্ছে ৷ তারপরই এই পোর্টাল উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে । সম্প্রতি একটি টেস্টিং প্রক্রিয়া সমাপ্ত হয়েছে পোর্টালের। এখনও পর্যন্ত সব কিছুই ইতিবাচক আছে । মূলত এই পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার অধ্যুষিত কলেজগুলিতে পড়ুয়াদের জন্য কতগুলি সিট আছে সেসব জানা যাবে। কোনও কলেজে কত আসন সংখ্যা সেই সব জানা যাবে এই পোর্টালে। পাশাপাশি ভরতি ফি এবং আবেদনপত্রও জমা দেওয়া যাবে। কলেজগুলিতে ভরতি জন্য যে কারচুপির অভিযোগ ওঠে, তাতে লাগাম দিতেই এই প্রয়াস উচ্চশিক্ষা দফতরের।

আরও পড়ুন:

  1. স্ক্রুটিনির পর নতুন করে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় আরও 12 জন
  2. শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ! স্বপ্নপূরণে আর্জি সরকারি সাহায্যের
  3. উচ্চমাধ্যমিকে সফল চা শ্রমিকের মেয়ে, স্বপ্ন সরকারি আমলা হওয়ার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.