ETV Bharat / state

তৃণমূলের মহিলা সমর্থককে অ্যাসিড হামলায় অভিযুক্ত বিজেপি

author img

By

Published : Apr 5, 2021, 7:12 AM IST

Updated : Apr 5, 2021, 7:22 AM IST

তৃণমূলের মহিলা সমর্থকের উপরে অ্যাসিড হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ আক্রান্ত ওই মহিলা ও তাঁর মেয়ে ৷ তদন্তে পুলিশ ৷

তৃণমূলের মহিলা সমর্থকের উপরে অ্যাসিড হামলায় অভিযোগ বিজেপির বিরুদ্ধে
তৃণমূলের মহিলা সমর্থকের উপরে অ্যাসিড হামলায় অভিযোগ বিজেপির বিরুদ্ধে

খণ্ডঘোষ, 5 এপ্রিল : অ্যাসিড হামলায় আক্রান্ত মা ও মেয়ে ৷ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার বেড়ুগ্রামের ঘটনা ৷ আক্রান্তদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ আক্রান্তের পরিবারের দাবি, তৃণমূল সমর্থক হওয়ার কারণে অ্যাসিড হামলার শিকার হয়েছেন তিনি ৷ অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে ৷

আক্রান্তের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধেয় ওই মহিলা ও তাঁর দুই মেয়ে বাড়ির বারান্দায় বসেছিলেন ৷ সেইসময় মুখে কাপড় বাঁধা কয়েকজন বাইকে করে এসে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় ৷ তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এসে মহিলাকে উদ্ধার করে খণ্ডঘোষ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখান থেকে বর্ধমান মেডিকেলে স্থানান্তর করা হয় তাঁকে ৷

অভিযোগ, সংশ্লিষ্ট তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিল বিজেপি নেতা সৌমিত্র খাঁ ৷ তাঁর বিরুদ্ধে ওই মহিলা অভিযোগ দায়ের করেন ৷ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীরা মহিলার উপর অ্যাসিড হামলা করে বলে পরিবারের অভিযোগ ৷

আরও পড়ুন : উপপ্রধানের বাড়িতে অ্যাসিড হামলা, চাঞ্চল্য ইংরেজবাজারে

ঘটনা প্রসঙ্গে খণ্ডঘোষ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন, "বিজেপি নোংরা রাজনীতি শুরু করেছে । এখানে মহিলাদের উপর অ্যাসিড হামলা করা হয়েছে । এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে ।" যদিও বিজেপি নেতা অরূপ ভট্টাচার্য বলেন, "কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করে দেখুক । এই ঘটনায় বিজেপির কেউ যুক্ত নেই ।"

আক্রান্তের পরিবারের তরফে খণ্ডঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু হয়েছে ৷ এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷

Last Updated : Apr 5, 2021, 7:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.