ETV Bharat / state

Adivasi Agitation: কারামন্ত্রীকে কারাগারে না পাঠালে রাজ্য অচল করার হুমকি আদিবাসী সংগঠনের

author img

By

Published : Nov 14, 2022, 6:59 PM IST

Adivasi Agitation in Burdwan Demanding Arrest of Akhil Giri
Adivasi Agitation: কারামন্ত্রীকে কারাগারে না পাঠালে রাজ্য অচল করার হুমকি আদিবাসী সংগঠনের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) উদ্দেশ্যকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে ৷ এর প্রতিবাদে সোমবার বর্ধমানে মিছিল করে চারটি আদিবাসী সংগঠন (Adivasi Agitation) ৷ তারা অখিল গিরির গ্রেফতারির দাবি তুলেছে ৷ দাবি পূরণ না বলে রাজ্য অচল করারও হুঁশিয়ারি দিয়েছে তারা ৷

বর্ধমান, 14 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তির, ধনুক নিয়ে বিক্ষোভ দেখাল চারটি আদিবাসী সংগঠন (Adivasi Agitation) । সোমবার বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে তারা তির, ধনুক, তলোয়ার নিয়ে বিক্ষোভ দেখায় ৷ প্রথমে বর্ধমান স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় । পরে কার্জন গেট চত্বরে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ।

Adivasi Agitation in Burdwan Demanding Arrest of Akhil Giri
বর্ধমানে আদিবাসীদের বিক্ষোভ

এদিন আন্দোলনকারীরা রাজ্যের মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ দেখান । এমনকি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভারত মাঝি পরগণা মহল (Bharat Majhi Pargana Mahal)-সহ চারটে আদিবাসী সংগঠন রাজ্য অচল করে দেওয়ার হুমকি দেয় । আন্দোলনকারীদের পক্ষে মহাদেব টুডু বলেন, ‘‘রাজ্যের কারামন্ত্রী অসুস্থ । তাঁর মানসিক বিকৃতি ঘটেছে । তাই থাকে গ্রেফতার করে কারাগারে পাঠাতে হবে । কিন্তু যদি সাত দিনের মধ্যে তাঁকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেব ।’’

এর কারণ ব্য়াখ্য়া করতে গিয়ে তিনি বলেন, ‘‘সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই আমরা দেখেছি রাজ্যের কারা মন্ত্রী যেভাবে অঙ্গভঙ্গি করে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন, তা মেনে নেওয়া যায় না । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে । আমরা পূর্ব বর্ধমান জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে স্মারকলিপি পাঠিয়েছি ।’’

Adivasi Agitation in Burdwan Demanding Arrest of Akhil Giri
বর্ধমানে আদিবাসীদের বিক্ষোভ

তিনি আরও বলেন, ‘‘আমরা আবেদন করেছি, সাত দিনের মধ্যে রাজ্যের কারামন্ত্রীকে কারাগারে পাঠাতে হবে । তিনি রীতিমতো অসুস্থ । তাঁকে যদি গ্রেফতার করা না হয়, তাহলে তিনি গোটা রাজ্যকে অসুস্থ করে ছাড়বেন । তাই আমরা তাঁকে গ্রেফতারের দাবি জানাচ্ছি ।’’

একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘‘কিন্তু তাঁকে যদি গ্রেফতার করা যদি না হয় । তাহলে বিভিন্ন আদিবাসী সংগঠন বৃহত্তর আন্দোলনে নামবে । এবং গোটা রাজ্যকে আমরা অচল করে দেব ।’’

আরও পড়ুন: 'অখিল গিরিকে উত্যক্ত করা হয়েছে', মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেও মন্তব্য অধ্যক্ষের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.