ETV Bharat / state

বর্ধমানে জুয়ার ঠেকে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত 3 পুলিশকর্মী

author img

By

Published : Feb 27, 2020, 6:40 PM IST

Police man attacked
আক্রান্ত পুলিশকর্মী

শিবরাত্রি উপলক্ষে বসেছিল জুয়ার আসর ৷ খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ৷ সেই সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন দুই সাবইন্সপেক্টর ও এক সিভিক ভলান্টিয়র ৷

মন্তেশ্বর, 27 ফেব্রুয়ারি : জুয়ার ঠেকে অভিযান চালিয়ে আক্রান্ত পুলিশ ৷ ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও ৷ এই ঘটনায় দুই সাব ইন্সপেক্টর ও একজন সিভিক ভলান্টিয়র। গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে ৷ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মথুরাপুর এলাকার ঘটনা ।

পূর্ব বর্ধমানের মথুরাগ্রামে শিবরাত্রি উপলক্ষে মেলা চলছে । সেই মেলায় জুয়ার আসর চলছিল । খবর পেয়ে ঘটনাস্থানে যায় মন্তেশ্বর থানার পুলিশ । পুলিশি অভিযানের সময় বেশ কিছু জুয়ারি ও গ্রামবাসী পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ । বাঁশ, লাঠি দিয়ে পুলিশকে মারধর করা হয় । ঘটনায় পুলিশের দুই সাব ইন্সপেক্টর ও একজন সিভিক ভলান্টিয়র আহত হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে প্রথমে বর্ধমান হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দু'জন সাব ইন্সপেক্টর ও এক সিভিক ভলান্টিয়র

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "মেলায় জুয়ার আসরে অভিযান চালানোর সময় দুষ্কৃতীদের হামলায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন । ওই মেলার অনুমতি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । ধৃত 11 জনের মধ্যে পাঁচজনকে পুলিশ হেপাজতে নেওয়া হচ্ছে ৷ চলছে তদন্ত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.