ETV Bharat / state

খড়গপুরে অমিতের শাহি ব়্যালি, পাশে দিলীপ-হিরণ

author img

By

Published : Mar 14, 2021, 10:31 PM IST

অমিত শাহ
অমিত শাহ

রোড শোতে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ আরও অনেকে ।

খড়গপুর, 14 ই মার্চ : বাংলাকে পাখির চোখ করে রেল শহর খড়গপুরে বিজেপির প্রার্থীর সমর্থনে মেগা রোড শো অমিত শাহর । ব়্যালিতে অমিত শাহ, দিলীপ ঘোষ কৈলাশ বিজয়বর্গীয়, প্রার্থী হিরণ চ্যাটার্জি ছিলেন ।

নির্ধারিত সময় 5.30 টা থাকলেও প্রায় এক ঘণ্টা পর তিনি রোড শো করেন রেল শহরে । ফলে, বিজেপি সমর্থকদের মধ্যে যেমন উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটে, তেমনই অনেক কর্মী আবার বাড়িও ফিরে যান । এদিন মথুরা কাটি মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য হেলিপ্যাড তৈরি করা ছিল । নির্ধারিত সময় 5:15 এর পরিবর্তে, প্রায় আধঘণ্টা পর হেলিকপ্টারে সেখানে পৌছান শাহ । প্রায় সকাল থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর অপেক্ষায় মালঞ্চ এলাকায় ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা । স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার আসতেই উচ্ছ্বাসে ভেঙে পড়েন সবাই । স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিবাদন জানাতে ওঠে হাততালির রোল । প্রায় এক ঘণ্টা দেরিতে মিছিল শুরু করেন তিনি । হুড খোলা বাসে উঠে ফুল ছুঁড়তে ছুঁড়তে রোড শো করেন শাহ । এদিন অমিত শাহের মিছিলে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো । সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে উৎসাহ দেন তাঁদের ।

অমিত শাহের মেগা ব়্যালি

রোড শোতে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় সহ আরও অনেকে । প্রসঙ্গত খড়গপুর বিধানসভাকে পাখির চোখ করে এবার বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে । যদিও বিগত দিনে হিরণ তৃণমূলের হয়ে কাজ করতেন । কিন্তু জোড়াফুল ছেড়ে পদ্মে যোগ দেওয়ার পর জেলার 15 বিধানসভার মধ্যে খড়গপুরে তাঁকে প্রার্থী করে বিজেপি । আর আজ অভিনেতার হয়ে প্রচার করলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব ।

আরও পড়ুন : নন্দীগ্রামকাণ্ডে সরানো হল নিরাপত্তা অধিকর্তা ও জেলাশাসককে, সাসপেন্ড পুলিশ সুপার

খড়গপুরে শাসক এবং বিরোধী শিবিরের প্রচারে ভিভিআইপিদের আগমণ এটাই প্রমাণ করে দুই পক্ষই খড়গপুরে এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ । তবে এই প্রচারের বিষয়ে বিজেপির পাল্লা একটু হলেও ভারি বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.