Migratory Birds: শীত পড়তেই ঘাটালে হাজির পরিযায়ী পাখির দল

author img

By

Published : Nov 19, 2022, 6:54 PM IST

Migrant Birds

দিনের শুরু থেকে সন্ধে নামছে কিচিরমিচির শব্দে ৷ ঘটালের হরিসিংহপুর জলাশয়ে হাজির দলে দলে পরিযায়ী পাখি (Migratory Birds) ৷ অভিযোগ, প্রশাসন থেকে সাহায্য না-পেয়ে পাখিদের পাহাড়া দিচ্ছেন স্থানীয়রা ৷

ঘাটাল, 19 নভেম্বর: শীতের শুরুতেই ঘাটালে হাজির ভিনদেশির অতিথিরা । জলাশয় এসে কিচিরমিচির করেই তারা তা জানান দিচ্ছে । আর তাদের দেখতেই ভিড় জমাচ্ছেন স্থানীয় থেকে দূর দূরান্তের মানুষ । ভাবছেন তো কারা এল ? তারা আর কেউ না, পরিযায়ী পাখি ৷ তবে স্থানীয়দের অভিযোগ, পরিযায়ী পাখিদের নিয়ে প্রশাসনের কোন ব্যবস্থা নেই ৷ তারাই এদের পাহাড়া দিচ্ছেন । এলাকাবাসীদের দাবি, প্রশাসন ব্যবস্থা নিক এই পরিযায়ী পাখিদের (Migratory Birds) নিরাপত্তার ।

ঘাটালের পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের হরিসিংহপুর জলাশয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে এসেছে ভিনদেশি হাঁস (লেজার হুইসলিং ডাক), জল পিপি (ব্রোঞ্জ উইঙ্গের জাকানা), বেগুনি বক (পার্পল হেরন)-সহ নানান প্রজাতির পরিযায়ী পাখি । তাদের দেখতে জলাশয়ে ভিড় করছে পাখি প্রেমী মানুষেরা । তাই এই জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি তুলেছেন স্থানীয়রা ।

হাজির পরিযায়ী পাখি

আরও পড়ুন: টোটো, অটোর দাপটে বিপাকে মেদিনীপুরের রিকশাচালকরা

শীতের কয়েকটি মাস এই পাখিদের কলরবেই এলকাবাসীদের ঘুম ভাঙে ৷ আবার দিনের শেষে কিচিরমিচির আওয়াজ করে উড়ে যায় তারা । তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনই ব্যবস্থা নেওয়া হয়নি এই পরিযায়ীদের জন্য । এলাকাবাসীরা নিজেরাই পাহাড়া দেন, যাতে পাখিদের কেউ বিরক্ত না-করে । এলাকাবাসীর দাবি, বহুদূরদুরান্ত থেকে মানুষ আসেন এই পাখি দেখতে । তাই এই জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক । ইতিমধ্যে এই নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.