ETV Bharat / state

Carbolic Acid: সাপ হইতে সাবধান ! ভোটকর্মীদের ব্যাগে সঙ্গী কার্বলিক অ্যাসিড

author img

By

Published : Jul 5, 2023, 9:55 PM IST

panchayat elections
কার্বলিক অ্যাসিড

বর্ষাকালে পঞ্চায়েত ভোট ৷ গ্রামের দিকে এসময় সাপেদের বাড়বাড়ন্ত ৷ যত্রতত্র ঘুরে বেড়ায় তারা ৷ তাই সাপেদের হাত থেকে বাঁচতে ভোট কর্মীদের হাতিয়ার এবার কার্বলিক অ্যাসিড ৷

মেদিনীপুর, 5 জুলাই: হাতে মাত্র তিনটে দিন ৷ তারপরেই রাজ্যে পঞ্চায়েত ভোট ৷ আর সেই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে তোড়জোড় তুঙ্গে রাজনৈতিক দলের পাশাপাশি ভোট কর্মীদের । ইতিমধ্যে ভোট কর্মীদের দেওয়ার জন্য ব্যাগ গোছানোর কাজ চলছে জোরকদমে । তাতে পেন, পেন্সিল, রাবারের সঙ্গে জায়গা করে নিয়েছে কার্বলিক অ্যাসিডও । মূলত এই বর্ষাকালে সাপের ছোবল থেকে নিজেকে বাঁচানোর জন্যই এই অ্যাসিড দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ভোট কর্মীদের । এরই সঙ্গে দেওয়া হচ্ছে টর্চ লাইটও ।

  • সাপের হাত থেকে বাঁচতে ভরসা কার্বলিক অ্যাসিড

প্রশাসনের তরফে এই সমস্ত জিনিসগুলি দেওয়াতে খুশি ভোট কর্মীরা । ভোটকর্মী অনির্বাণ দাস ও রতন সিকদাররা বলেন, "আমাদের এই জঙ্গলমহলে প্রত্যন্ত ব্লকের বিভিন্ন স্কুলে আমাদের ডিউটি পড়ে । যেহেতু এবারে বর্ষাকালে ভোট হচ্ছে তাই স্কুল চত্বরে সাপের উপদ্রব দেখা যায় । এক্ষেত্রে কার্বলিক অ্যাসিড এবং টর্চ দেওয়ায় আমরা উপকৃত হব । প্রশাসনের এই ভাবনা চিন্তায় আমরা খুশি ।"

  • মেটিরিয়াল কিট ব্যাগ ভোট কর্মীদের জন্য

প্রসঙ্গত, একদিকে ব্লকে ব্লকে গ্রামেগঞ্জে প্রার্থীরা যেমন প্রচারে ব্যস্ত ৷ ঠিক তেমনই প্রশাসন ব্যস্ত সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে । সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভোট কর্মীদের হাতে ব্যালট বাক্স ও পেপার তুলে দেওয়া হবে ৷ পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়ার জন্য ব্লক স্তরে চলছে মেটিরিয়াল কিট ব্যাগ গোছানোর কাজ । হাতে সময় নেই তাই সব ব্লকেই ব্যস্ততা তুঙ্গে । পশ্চিম মেদিনীপুর জেলার প্রতি ব্লক অফিসেই সেই কাজে ব্যস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীরা । প্রতিটি মেটিরিয়াল কিট ব্যাগগুলিতে চেক লিস্ট মিলিয়ে দেওয়া হচ্ছে জিনিস । সব ব্যাগে নির্দিষ্ট জিনিস ঢুকলো কি না, তাও খোঁজ খবর নিচ্ছেন আধিকারিকরা ।

আরও পড়ুন: পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, কোন জেলায় কত বাহিনী ?

যদিও এই বিষয়ে জেলার জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানান, ভোট কর্মীদের জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলি থাকছে মেটিরিয়াল কিট ব্যাগে । এই বর্ষার সময় গ্রাম গঞ্জে এবং ব্লকে ব্লকে খুব সাপের উপদ্রব হয় । যেহেতু বর্ষাকালে নির্বাচন সেই কারণে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের প্রত্যন্ত গ্রামের ভোট কেন্দ্রের আশেপাশে সাপের উপদ্রব থাকতে পারে ৷ তা ধরে নিয়েই একটি করে কার্বলিক অ্যাসিডের বোতল দেওয়া হচ্ছে । যেদিন ডিউটিতে যোগ দেবেন সেদিন এই কার্বলিক অ্যাসিড প্রসঙ্গে ভোট কর্মীদের জানিয়ে দেওয়া হবে ৷ তিনি বলেন, "এবারে এই ব্যাগে টর্চলাইটও আমরা দিয়ে দিয়েছি । যাতে রাতে ভোট কেন্দ্রের বাইরে যেতে হলে আলোর সমস্যা থাকলে টর্চ লাইট ব্যবহার করতে পারে কর্মীরা । এরই সঙ্গে কিছু ওষুধপত্র দেওয়া হয়েছে কর্মীদের জন্য ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.