ETV Bharat / state

Panchayat Elections 2023: পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, কোন জেলায় কত বাহিনী ?

author img

By

Published : Jul 5, 2023, 1:12 PM IST

পঞ্চায়েত নির্বাচনে পর্যেবক্ষকদের তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন ৷ 8 জুলাই ভোটের দিন 22টি জেলায় 21 জন বিশেষ পর্যবেক্ষক থাকবেন ৷ তাঁরা সকলেই আইএএস পদমর্যাদার ৷ এছাড়া 238 জন সাধারণ পর্যবেক্ষকও রয়েছেন ৷ নির্বাচনের দায়িত্বে থাকবে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন

কলকাতা, 5 জুলাই: প্রকাশিত হল পঞ্চায়েত নির্বাচনের সাধারণ পর্যবেক্ষকদের তালিকা ৷ ভোট 8 জুলাই ৷ তার মানে হাতে আর মাত্র তিন দিন বাকি ৷ এখনও রাজ্যজুড়ে সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে ৷ সব মিলিয়ে রাজ্য নির্বাচন কমিশনের ব্যস্ততা একেবারে তুঙ্গে ৷ কোথায় কোন সাধারণ পর্যবেক্ষক থাকবেন, মঙ্গলবার তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যকে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ ব্লক, মহকুমা ও জেলাস্তরে কমিশনের কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ কন্ট্রোল রুমে যোগাযোগের নম্বর হল 180034555553 ৷ বৃহস্পতিবার অর্থাৎ আগামী 6 জুলাই বিকেল 5টায় শেষ হবে নির্বাচনী প্রচার‌ ৷

List of observers and Special observers
পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ

22টি জেলায় 21 জন বিশেষ পর্যবেক্ষক থাকছেন ৷ তাঁরা সবাই আইএএস পদমর্যাদার ৷ এছাড়া 238 জন সাধারণ পর্যবেক্ষক থাকছেন ৷ তাঁরা ডব্লুবিসিএস পদমর্যাদার ৷ অন্যদিকে, জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনীও মোতায়ন করা হয়েছে ৷ পশ্চিম বর্ধমানে 5 কোম্পানি সশস্ত্র সীমা বল, 5 কোম্পানি অসম পুলিশ- মোট 10 কোম্পানি ৷ পূর্ব বর্ধমানে 20 কোম্পানি সশস্ত্র সীমা বল, 1 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, 10 কোম্পানি রাজস্থান পুলিশ, 2 কোম্পানি অন্ধ্রপ্রদেশ পুলিশ- মোট 33 কোম্পানি ৷

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের কারণে বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মীদের ছুটি বাতিল

পশ্চিম মেদিনীপুর- 9 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, 6 কোম্পানি গুজরাত পুলিশ, 5 কোম্পানি কর্ণাটক পুলিশ, সবমিলিয়ে মোট 20 কোম্পানি ৷ পূর্ব মেদিনীপুর- 2 কোম্পানি ঝাড়খণ্ড পুলিশ, 27 কোম্পানি বিহার পুলিশ, 8 কোম্পানি নাগাল্যান্ড পুলিশ, সব মিলিয়ে মোট 37 কোম্পানি ৷

পুরুলিয়া- 21 কোম্পানি বিএসএফ, 5 কোম্পানি ইন্দো-তিবেটান বর্ডার ফোর্স নিয়ে মোট 26 কোম্পানি ৷ বাঁকুড়ায় 5 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, 6 কোম্পানি বিএসএফ মিলিয়ে মোট 11 কোম্পানি ৷ বীরভূমে 20 কোম্পানি ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ ৷

হুগলি- 5 কোম্পানি সশস্ত্র সীমা বল, 10 কোম্পানি হায়দরাবাদ পুলিশ, 2 কোম্পানি গুজরাত পুলিশ, 6 কোম্পানি গোয়া পুলিশ, 1 কোম্পানি মিজোরাম পুলিশ, 2 কোম্পানি তেলেঙ্গানা পুলিশ, 2 কোম্পানি মহারাষ্ট্র পুলিশ মিলিয়ে মোট 28 কোম্পানি ৷ হাওড়া - 2 কোম্পানি বিএসএফ, 30 কোম্পানি আরপিএফ, 3 কোম্পানি মহারাষ্ট্র পুলিশ, 2 কোম্পানি গুজরাত পুলিশ, সব মিলিয়ে মোট 37 কোম্পানি।

আরও পড়ুন: মক্কা থেকে প্রার্থীর মনোনয়ন জমা কাণ্ডে রির্টানিং অফিসারের বিরুদ্ধে কী পদক্ষেপ, কমিশনের রিপোর্ট তলব আদালতের

উত্তর 24 পরগনা- 12 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, 5 কোম্পানি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, 10 কোম্পানি ছত্তিশগড় পুলিশ, 8 কোম্পানি তামিলনাড়ু পুলিশ, মোট 35 কোম্পানি ৷ দক্ষিণ 24 পরগনা- 2 কোম্পানি সশস্ত্র সীমা বল, 10 কোম্পানি পঞ্জাব পুলিশ, 13 কোম্পানি বিহার পুলিশ, 5 কোম্পানি ছত্তিশগড় পুলিশ, মোট 30 কোম্পানি ৷

দার্জিলিং- 2 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, 2 কোম্পানি চণ্ডীগড় পুলিশ, মোট 4 কোম্পানি ৷ কোচবিহার- 10 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, 18 কোম্পানি বিএসএফ, মোট 28 কোম্পানি ৷ আলিপুরদুয়ার- 10 কোম্পানি বিএসএফ ৷ উত্তর দিনাজপুর- 14 কোম্পানি বিএসএফ, 6 কোম্পানি সশস্ত্র সীমা বল, 5 কোম্পানি ইন্দো-তিবেটান বর্ডার ফোর্স, মোট 25 কোম্পানি ৷

দক্ষিণ দিনাজপুর- 10 কোম্পানি বিএসএফ, জলপাইগুড়িতে 10 কোম্পানি বিএসএফ, মালদা-
9 কোম্পানি বিএসএফ, 21 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, মোট 30 কোম্পানি ৷ মুর্শিদাবাদ-
8 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, 35 কোম্পানি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, 2 কোম্পানি গুজরাত পুলিশ মিলিয়ে মোট 45 কোম্পানি ৷

আরও পড়ুন: চারদিন পরেই নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দড়ি টানাটানি কমিশন ও কোর্টের

নদিয়া- 12 কোম্পানি সশস্ত্র সীমা বল, 2 কোম্পানি ত্রিপুরা পুলিশ, 5 কোম্পানি কর্ণাটক পুলিশ, 8 কোম্পানি কেরল পুলিশ, 3 কোম্পানি অরুণাচল পুলিশ, 1 কোম্পানি তেলেঙ্গানা পুলিশ মিলিয়ে মোট 31 কোম্পানি ৷ ঝাড়গ্রাম- 5 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.