ETV Bharat / state

Abhishek Slams Modi Govt: নবজোয়ার ভেস্তে দিয়ে ইডি ও সিবিআইকে ব্যবহার, মোদি সরকারকে তোপ অভিষেকের

author img

By

Published : May 27, 2023, 5:53 PM IST

Abhishek Slams Modi Govt
Abhishek Slams Modi Govt

শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তৃণমূলে নবজোয়ারের সভা হয় ৷ সেই সভা থেকে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এ দিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

শালবনি (পশ্চিম মেদিনীপুর), 27 মে: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার ৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তিনি অভিযোগ করলেন তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ভেস্তে দিতে ইডি ও সিবিআইকে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার ৷

এ দিন শালবনির মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনেক বাধা, বিপত্তি, প্রতিকূলতা এসেছে ৷ কিন্তু একদিনের জন্যও কলকাতা ফিরিনি ৷ আমাকে ইডি-সিবিআই লাগিয়ে ভেবেছিল তৃণমূলের নবজোয়ারে এরা ভাঁটা আনবে ৷ তৃণমূলের নবজোয়ার আর তৃণমূলের নবজোয়ার নেই ৷ জনতার জনজোয়ারে পরিণত হয়েছে ৷’’

গত এপ্রিলের শেষের দিকে কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ টানা 60 দিন ধরে এই কর্মসূচি চলবে ৷ শেষ হবে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ৷ তাঁর কলকাতা ছেড়ে জেলায় জেলায় ঘোরার প্রসঙ্গও এ দিনের ভাষণে তোলেন অভিষেক ৷ তিনি যে 13টা জেলা ঘুরে পশ্চিম মেদিনীপুরে পৌঁছেছেন ৷ সেই কথাও জানান ৷ তাঁর এই কর্মসূচি নিয়ে বিরোধীরা ব্যঙ্গও করেছিল বলে অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন: কুড়মি আন্দোলনের নামে রাজ্যে জাতির মধ্যে অশান্তি বাঁধাতে চায় বিজেপি: মমতা

এ দিন শালবনির মঞ্চ থেকে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে একের পর তোপ দাগেন ৷ দাবি করেন, আরএসএস ও বিজেপির কার্যকর্তারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাবল ইঞ্জিনে বিশ্বাস করে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে বিশ্বাস করে ৷ এটা দেখে তিনি গর্বিত বলেও জানান অভিষেক ৷ এ দিন আবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তোলেন ৷ এই কর্মসূচি শেষ করে দিল্লিতে গিয়ে টাকা আদায়ের জন্য আন্দোলন করবেন বলেও তিনি জানান ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনি দেখুন এঁদের এত ঔদ্ধত্য, অহঙ্কার, দম্ভ, রিমোট কন্ট্রোলের মতো বোতাম টিপে বাংলার মানুষের টাকা আটকে দিয়েছে ৷ মোদির কাছে যদি রিমোট কন্ট্রোলের বোতাম থাকে, আপনার কাছে ইভিএমের বোতাম রয়েছে ৷ আগামিদিন লাইনে দাঁড়িয়ে নোট পালটাবেন না, প্রধানমন্ত্রী পালটানোর জন্য লাইন দিন ৷ সরকার বদলানোর জন্য লাইন দিন ৷’’

একই সঙ্গে তাঁর আবেদন, বিজেপির সরকারের বদলে উন্নয়নশীল, গঠনমূলক ও ধর্মনিরপেক্ষ সরকার গড়তে মানুষ ভোটদিন ৷ পাশাপাশি তিনি জানান, তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহার মতো ৷ তাকে আঘাত করলে আরও শক্তিশালী হবে ৷ বুথ সভাপতিরাই দলের সম্পদ বলে জানান এই তৃণমূল নেতা ৷

আরও পড়ুন: মিছিলে জয় শ্রীরাম ধ্বনি কেন ? জবাব পেতে কুড়মি নেতাদের 48 ঘণ্টা সময় অভিষেকের !

তৃণমূলে নবজোয়ার এই কর্মসূচি মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই চলছে ৷ মাঝে মালদার ইংরেজবাজারে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর আবার শালবনিতে তিনি যোগ দেন ৷ তাই এ দিন ভাষণ দেওয়ার অভিষেক কর্মীদের উদ্দেশ্যে পরামর্শ দেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ৷ তাঁর কথা আমরা শুনব৷ মনযোগ সহকারে শুনব ৷ মননে গ্রহণ করব এবং কার্যত বাস্তবে রূপায়ন করব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.