ETV Bharat / state

দাঁতনে 100 দিনের কাজ নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ, আহত 10

author img

By

Published : Sep 9, 2020, 10:29 PM IST

TMC-BJP clash over 100 days of work in Dantan
দাঁতনে

দাঁতন থানার আলিকষা গ্রাম পঞ্চায়েতের কাঁটাপাল গ্রামের ঘটনা ৷ উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ৷ উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷

দাঁতন, 9 সেপ্টেম্বর: 100 দিনের কাজ নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষে উত্তাপ্ত দাঁতন । দুই দলের 10 জন আহত হয়েছেন । উভয় পক্ষ একে অপরের দিকে অভিযোগ তুলেছে ৷ এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷

নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বাড়ছে জেলায় । বুধবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার আলিকষা গ্রাম পঞ্চায়েতের কাঁটাপাল গ্রামে 100 দিনের কাজে কাজ পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও BJP সমর্থকরা । ঘটনায় আহত হয় দু'পক্ষের 10 জন কর্মী। BJP-র অভিযোগ, BJP পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে তৃণমূলের কর্মীরা এলাকায় 100 দিনের কাজ করছিল। এই বিষয়ে স্থানীয় BJP কর্মীরা জানতে গেলে তাঁদের উপর তৃণমূল কর্মীরা হামলা করে। যদিও তৃণমূলের দাবি, BJP পঞ্চায়েত সদস্য এলাকায় উন্নয়নের কাজ করছে না। তাই স্থানীয় একটি ক্লাবের সহযোগিতায় কাজ করা হচ্ছিল । তখনই বিনা প্ররোচনায় হামলা চালায় BJP কর্মীরা । আহত হন 5 জন তৃণমূল কর্মী । BJP-র তরফে জানানো হয়েছে, তাদেরও 5 কর্মী আহত হয়েছেন ৷ পরে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন।

দাঁতনে 100 দিনের কাজ নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ ৷

BJP-র মণ্ডল সভাপতি রাজীব লোচন বিশ্বাস বলেন, "আমাদের জেতা পঞ্চায়েত সদস্য থাকা সত্ত্বেও তাঁকে না জানিয়ে তৃণমূল কর্মীরা টেন্ডার ছাড়াই রাস্তায় 100 দিনের কাজ শুরু করছিল। এই বিষয়ে আমাদের কর্মী-সমর্থকরা জানতে চাইলে তৃণমূলের লোকেরা তাঁদেরকে বেধড়ক মারধর করে । ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তৃণমূল কর্মী সমীর দে বলেন, "এলাকার রাস্তাঘাট বর্ষার জন্য খুব খারাপ অবস্থায় ছিল । BJP এলাকায় খুব একটা কাজ করেনি। এই অবস্থায় স্থানীয় ক্লাবের ছেলেরা উদ্যোগী হয়ে এসে খানাখন্দ ভরা ও রাস্তা সারাইয়ের কাজ করছিল ৷ সেই সময় BJP-র লোকজন এসে তাঁদেরকে মারধর করে । ঘটনায় আহত হয়েছে আমাদের 5 জন কর্মী।"

ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় ৷ চলছে পুলিশি টহল ৷ আহতদের চিকিৎসার জন্য দাঁতন গ্রামীণ হাসপাতাল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.