Jhargram : 11 বছর পর খুলল রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্র

author img

By

Published : Oct 5, 2021, 12:56 PM IST

দরজা খুলল উপস্বাস্থ্য কেন্দ্রের

মাওবাদীকালে বন্ধ ছিল উপস্বাস্থ্যকেন্দ্রটি ৷ এরপর সময় বদলালেও খোলেনি উপস্বাস্থ্যকেন্দ্রের দরজা ৷ গ্রামবাসীর বিক্ষোভের পর গতকাল ফের চালু হল উপস্বাস্থ্যকেন্দ্রটি ৷

ঝাড়গ্রাম, 5 অক্টোবর : জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপের সময় উপস্বাস্থ্যকেন্দ্রকে যৌথবাহিনীর ক্যাম্পে পরিণত করা হয়েছিল । তখন থেকে বন্ধ হয়ে যায় রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রটি । রাজ্যে পালাবদল হলে শান্তি ফেরে জঙ্গলমহলে । তারপর দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে ৷ তবু চালু করা যায়নি উপস্বাস্থ্যকেন্দ্রটি ।

উপস্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় খোলার দাবিতে রাধানগর গ্রামের বাসিন্দারা বহুবার জেলাশাসকের কাছে লিখিত আবেদন জানান । আবেদনে সাড়া না পেয়ে গত মাসের 24 সেপ্টেম্বর ঝাড়গ্রাম জেলাশাসকের অফিসে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী । তাঁদের আশ্বাস দেওয়া হয় অবিলম্বে উপস্বাস্থ্যকেন্দ্র চালু করা হবে ৷

গতকাল প্রায় 11 বছর পর জেলাশাসকের নির্দেশে রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রের দরজা খুলে দেওয়া হয় । এতে স্বভাবতই খুশি রাধানগর গ্রামের প্রায় সাড়ে 4 হাজার বাসিন্দা । উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম ব্লকের বিডিও অভিগ্না চক্রবর্তী ও পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সোরেন ।

আরও পড়ুন : Debra Road Problem : বেহাল রাস্তার বলি বাহাত্তরের বৃদ্ধ, খাটিয়ায় রোগী নিয়ে যাওয়া ভিডিয়ো ভাইরাল

সভাপতি রেখা সোরেন বলেন, ‘'মাও কার্যকলাপের সময় রাধানগর গ্রাম পঞ্চায়েত অফিস ও রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রকে সিআরপিএফ ক্যাম্পে রূপান্তরিত করা হয় । পরে সিআরপিএফ ক্যাম্প উঠে গেলে বহুবার চালু করার চেষ্টা করা হয়েছে । আজ জেলাশাসকের নির্দেশে উপস্বাস্থ্যকেন্দ্র খুলে দেওয়া হল ।" উপস্বাস্থ্যকেন্দ্রটি সংস্কারের ব্যবস্থাও করা হচ্ছে । তিনি আরও বলেন, "স্বাস্থ্যকেন্দ্র তো স্বাস্থ্যের জন্য ৷ স্বাস্থ্যকেন্দ্র জরাজীর্ণ, ভাঙাচোরা অবস্থায় যদি থাকে, তাহলে কী পরিষেবা পাবেন মায়েরা ?" উপস্বাস্থ্যকেন্দ্র চালু না থাকায় করোনার ভ্যাকসিন নিতে গ্রামবাসীদের সমস্যায় পড়তে হচ্ছিল ৷ এবার থেকে তাঁরা এই উপস্বাস্থ্যকেন্দ্রেই করোনা ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছেন সভাপতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.