Picture Controversy: স্মরণ সভায় মুখ্যমন্ত্রী ও বিধায়কের ছবি ঘিরে বিতর্ক

author img

By

Published : Dec 2, 2022, 11:14 AM IST

Updated : Dec 2, 2022, 12:24 PM IST

Picture Controversy

এবার স্মরণ সভায় দেখা গেল বিধায়িকা ও মুখ্যমন্ত্রীর ছবি । আর তা ঘিরে বিতর্ক পশ্চিম মেদিনীপুরে (Photo of Chief Minister and MLA at Memorial Meeting) ।

মেদিনীপুর, 2 ডিসেম্বর: স্মরণসভার পোস্টারে মুখ্যমন্ত্রীর ছবি । সঙ্গে রয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় বিধায়কের ছবি। আর এই পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে জেলা জুড়ে (Photos of Chief Minister and MLA at Memorial Meeting) ৷

রাজ্যজুড়ে বিরোধী বিজেপি বার বার অভিযোগ করে আসছে যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পর নাম বাদ দিয়ে রাজ্যের নামে চালু করা হচ্ছে । বিভিন্ন বাড়ি-ঘর থেকে রাস্তা, সবকিছুতেই কেন্দ্রের নাম বাদ আর তাতেই বারবার ধরে সোচ্চার হয়েছে বিজেপি । এবার প্রাক্তন বিধায়ক মৃগেন মাইতির স্মরণ সভায় বিধায়িকা জুন মালিয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হল ।

আরও পড়ুন: দুয়ারে সরকার কতটা সুরাহা করছে সাধারণ মানুষের, জানতে বৈঠকে মুখ্যসচিব

এ নিয়ে বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, "এই ধরনের নিন্দনীয় কাজ একমাত্র তৃণমূলের মধ্যেই দেখা যায় । তৃণমূলের মধ্যে এখন চটি চাঁটা পর্ব চলছে। ওদের কর্মীরা ভুলেই গিয়েছে একজন মৃত ব্যক্তির ব্যানার বা পোস্টারে এই ধরনের ছবি দেওয়া যায় না । এই তৃণমূল বাংলার সংস্কৃতি ও অস্তিত্ব ভুলিয়ে দিয়েছে ৷ এই ধরনের শাসক দলের নেতা-নেত্রীর কাছে এই ধরনের পোস্টারই কাম্য ।"

এই পোস্টারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বামেরা । পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ জানান, এটি অত্যন্ত নিম্ন রুচির কাজ । এই জঘন্য বিষয়ে আমি এর থেকে বেশি মন্তব্য করব না ।

স্মরণ সভায় মুখ্যমন্ত্রী ও বিধায়কের ছবি ঘিরে বিতর্ক

আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত'র, দিলেন 63 পাতার রিপোর্ট

এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "এই ধরনের যারা জঘন্য কাজ করেছে তাদেরকে বলব এসব থেকে বিরত থাকতে । আমরা আমাদের কর্মীদের বলব ভেবে করিও কাজ, কাজ করিয়া ভেবো না । যারা এ ধরনের জঘন্য কাজ করবে দল তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে ।"

Last Updated :Dec 2, 2022, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.