Kharagpur IIT: খরচ বাঁচাতে সোডিয়াম-আয়ন ভিত্তিক ই-সাইকেল খড়গপুর আইআইটি'র গবেষকদের

author img

By

Published : Aug 6, 2022, 9:14 PM IST

Na-ion based E-cycles

খড়গপুর আইআইটির(Kharagpur IIT) পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক অমরীশ চন্দ্রের উদ্যোগে গবেষকদের একটি দল পরবর্তী প্রজন্মের কথা ভেবে এই ব্যাটারি চালিত সাইকেল তৈরি করেছেন(Na-ion based E-cycles) ৷ শক্তি সঞ্চয় প্রযুক্তির জন্য সোডিয়াম-আয়ন ভিত্তিক ব্যাটারি এবং সুপার ক্যাপাসিটর তৈরি করেছেন তাঁরা ।

খড়গপুর, 6 অগস্ট: ই-সাইকেলের ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার করলেন খড়গপুরের(Kharagpur IIT) একদল গবেষক । তাঁরা তৈরি করলেন এনএ-আয়ন ভিত্তিক ব্যাটারি, যা ই-সাইকেলে ব্যবহার করা যাবে(Na-ion based E-cycles) ৷ এক্ষেত্রে ই-সাইকেলে 25 শতাংশ টাকা সাশ্রয় হবে সাধারণ মানুষের ।

প্রসঙ্গত, এনএ-আয়ন হল সোডিয়াম-আয়ন দ্বারা তৈরি ব্যাটারি ৷ সাধারণত লিথিয়াম-আয়ন ব্যাটারি দিয়ে এতদিন চলতো ইলেকট্রিক সাইকেলগুলো ৷ এবার তার বদলে এনএ-আয়ন অর্থাৎ সোডিয়াম-আয়ন ব্যাটারি ই-সাইকেলে ব্যবহার করা হবে ৷

খড়গপুর আইআইটির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক অমরীশ চন্দ্রের উদ্যোগে গবেষকদের একটি দল পরবর্তী প্রজন্মের কথা ভেবে এই ব্যাটারি চালিত সাইকেল তৈরি করেছেন ৷ শক্তি সঞ্চয় প্রযুক্তির জন্য সোডিয়াম-আয়ন ভিত্তিক ব্যাটারি এবং সুপার ক্যাপাসিটর তৈরি করেছেন তাঁরা (Na-ion based E-cycles developed by IIT Researchers) । মূলত ই-বাহনগুলিতে ব্যবহারের জন্য এতে ন্যানো-পদার্থ ব্যবহার করা হয়েছে ৷ কম খরচে সোডিয়াম-আয়ন ভিত্তিক প্রযুক্তির ব্যাটারি দ্রুত চার্জ করা যাবে এবং ই-সাইকেলের খরচ উল্লেখযোগ্যভাবে অনেক কমিয়ে দেবে বলে আশা করছেন গবেষকরা ।

'ম্যাটেরিয়ালস ফর এনার্জি স্টোরেজ প্রোগ্রাম'-এর অধীনে এবং ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের টেকনোলজি মিশন ডিভিশন (টিএমডি)-এর সহায়তায় আইআইটির গবেষকরা সোডিয়াম আয়রন ফসফেট এবং সোডিয়াম ম্যাঙ্গানিজ ফসফেট ব্যবহার করেছেন এই ব্যাটারি তৈরিতে ৷ যা তাঁরা সোডিয়াম-আয়ন শক্তির জন্য সংশ্লেষিত করেছেন ।

Na-ion based E-cycles developed by IIT Researchers
সোডিয়াম-আয়ন ভিত্তিক ই-সাইকেল

সোডিয়াম-আয়ন ভিত্তিক ব্যাটারি এবং সুপার ক্যাপাসিটার প্রযুক্তির গবেষক তথা আইআইটি খড়গপুরের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক অমরীশ চন্দ্র বলেন, "সোডিয়াম-আয়ন ব্যাটারি এবং সুপার ক্যাপাসিটরগুলি এখন তাদের প্রতিরূপ লিথিয়াম-আয়ন ভিত্তিক শক্তি স্টোরেজ ডিভাইসগুলির সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে ৷ সোডিয়াম-আয়ন ভিত্তিক অক্সাইড এবং কার্বনের অভিনব ন্যানোস্ট্রাকচারের সংমিশ্রণ উচ্চ শক্তি এবং শক্তি ঘনত্বের ডিভাইসের দিকে নিয়ে যায় । এই শক্তি সঞ্চয়কারী ডিভাইসগুলি সহজেই বৈদ্যুতিক যানবাহন এবং অন্যান্য অনেক অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহার করা যেতে পারে । যা ভবিষ্যতে আমদানি করা লিথিয়ামের উপর আমাদের নির্ভরতা দূর করবে । যা শুধুমাত্র বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশে পাওয়া যায় ।"

তিনি আরও বলেন, "সোডিয়াম উপকরণ লিথিয়াম ভিত্তিক উপকরণের চেয়ে সস্তা ও উচ্চ কার্যসম্পাদন করে এবং শিল্পস্তরের উৎপাদন পর্যন্ত স্কেল করা যেতে পারে । ক্যাপাসিটরের মতো সোডিয়াম-আয়ন সেলকেও সম্পূর্ণরূপে শূন্য ভোল্টে ডিসচার্জ করা যেতে পারে । যা অন্যান্য অনেক স্টোরেজ প্রযুক্তির তুলনায় এটিকে একটি নিরাপদ বিকল্প করে তুলবে আগামিদিনে ৷"

আরও পড়ুন: মহিলাদের স্বনির্ভরতার প্রশিক্ষণে প্রশংসনীয় উদ্য়োগ খড়গপুর আইআইটি'র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.