ETV Bharat / state

Manas Bhunia : মমতার হাত ধরে গোয়ায় আমূল পরিবর্তন আসছে, মন্তব্য মানস ভুইঞাঁর

author img

By

Published : Nov 1, 2021, 7:35 AM IST

Manas Bhunia
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমুল পরিবর্তন আসছে গোয়ায়, মন্তব্য মানস ভুঁইয়ার

বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চ থেকেই মন্ত্রী মানস ভুইঞাঁ আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন । যুবক-যুবতী ও মহিলাদের সঙ্গে নিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজেও নেমে পড়ার পরামর্শ দিয়েছেন নেতা কর্মীদের ।

মেদিনীপুর, 1 নভেম্বর : "মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অপশাসনের বিরুদ্ধে মানুষের আস্থা, বিশ্বাস এবং অগ্রগতির প্রতীক হয়ে গোয়ায় আবির্ভূত হয়েছেন ৷ দশজন মানুষ ওঁনাকে কালো পতাকা দেখালেও হাজার-হাজার মানুষ সম্বর্ধনা দিয়েছেন ৷ তাই আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোয়ায় আমুুল পরিবর্তন আসতে চলেছে ৷" মুখ্যমন্ত্রীর গোয়া সফরকে এই ভাষাতেই বর্ণনা করলেন মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা মানস ভুইঞাঁ ৷

এদিন মেদিনীপুরে একটি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীর গোয়া সফরকে 'এক অভূতপূর্ব সফর' বলে আখ্যা দেন জল ও সেচমন্ত্রী মানস রঞ্জন ভুইঞাঁ ৷ তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে গোয়ায় তিনি 13 দিন ধরে চষে বেড়িয়েছেন ৷ সেখানকার গ্রাম-শহর-জেলা ব্লকস্তরে 65 শতাংশ কভার করে ফেলেছেন । তাতে তিনি বুঝেছেন যে ওখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এক অভূতপূর্ব পরিবর্তন দেখছেন । কারণ হিসেবে তিনি বলেন, "গত বিধানসভা নির্বাচনে 17 জন কংগ্রেস MLA-কে গোয়ার মানুষ জিতিয়েছিল বিজেপির বিরুদ্ধে ৷ কিন্তু 10 জন MLA বিজেপির হাতছানিতে পালিয়ে গিয়েছে । এখন পড়ে আছেন মাত্র 4 জন, যার মধ্যে একজন বিধায়কের ছেলে আবার বিজেপির মন্ত্রী হয়ে গিয়েছেন ৷"

অপরদিকে বিজেপি রাজনৈতিক বাণিজ্যিকরণের নামে অন্যদলের MLA-দের জোর করে দলে এনে একটি বহুমুখী সরকার করেছে । তারা ব্যক্তিগতভাবে সরকার গড়েছে কিন্তু সমষ্টিগতভাবে মানুষের জন্য উন্নয়নমুখী কোনও সরকার গড়েনি ৷ জানান মানস ভুইঞাঁ ৷ তিনি আরও বলেন, "গোয়ায় এই মুহূর্তে মূল সমস্যা হল মাইনিং ৷ 3 লক্ষ লোক বেকার ৷ 17000 গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে । অর্থনীতি ওখানে ভেঙে পড়েছে ৷ বেকারত্ব সবচেয়ে বেশি।" একইসঙ্গে গোয়ার ট্যুরিজম ধাক্কা খাওয়ার মূল কারণ হিসেবে মানস ভুইঞাঁ করোনার পাশাপাশি দায়ী করেছেন বিজেপির অপশাসনকে । কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিহো ফেলেইরো তৃণমূলে যোগ দেওয়ায় মুখ্যমন্ত্রীর ভাবনাকে স্বাগত জানিয়েছেন মানস । তবে এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান মানস বাবু । তিনি বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে দল নেবে কি নেবে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে ৷ তবে রাজনৈতিক স্তরে যারা ভুল বুঝে বিজেপির খপ্পরে চলে গিয়েছিলেন, তারা যদি নিজের ভুল বুঝতে পেরে নেত্রী এবং নেতাদের সন্তুষ্ট করে দলে ফিরতে চান তবে অবশ্যই আসতে পারেন ।

আরও পড়ুন : মানসিক চাপের জন্য গোয়া বেড়াতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ দিলীপের

প্রসঙ্গত, এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চ থেকেই মন্ত্রী মানস ভুইঞাঁ আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন । যুবক-যুবতী ও মহিলাদের সঙ্গে নিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজেও নেমে পড়ার পরামর্শ দিয়েছেন নেতাকর্মীদের । গত বিধানসভা নির্বাচনে যেসব বুথে তুলনামূলক খারাপ ফল হয়েছে সেগুলিকে টার্গেট করে এগিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.