ETV Bharat / state

100 Days Work : 100 দিনের কাজে দীর্ঘ বকেয়া, শাসক-বিরোধী চাপানউতোর

author img

By

Published : Apr 25, 2022, 12:56 PM IST

west medinipur
পশ্চিম মেদিনীপুর

বেশ কয়েকমাস ধরে 100 দিনের কাজে মিলছে না টাকা (100 Days Work) ৷ তার জেরে সমস্যায় পড়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুর এলাকার বাসিন্দারা ৷

ঘাটাল, 25 এপ্রিল : 100 দিনের প্রকল্পে কাজ করেও সাড়ে চার মাস ধরে টাকা না মেলার অভিযোগ জবকার্ড হোল্ডারদের ৷ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুর এলাকার ঘটনা (Long Arrears of 100 Days Work at Some Villages of Paschim Medinipur) ৷

শুধু তাই নয়, বেশ কয়েক মাস ধরে টাকা না মেলায় 100 দিনের কাজে গতি কমে গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই মজুরির টাকা দিতে না পেরে জেলার অনেক গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কাজের পরিমাণ কমিয়ে দিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার 211টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ঘাটাল মহকুমায় রয়েছে 48টি । কেন মজুরি মিলছে না তা নিয়ে উঠছে প্রশ্ন ।

এই বিষয়ে ঘাটালের ব্লক তৃণমূল সভাপতি তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাঝি জানান, শুধুমাত্র ঘাটাল ব্লকে বাকি রয়েছে 18 কোটি টাকা । আর এই টাকা না মেলায় কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন তিনি । পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর 100 দিনের কাজের মজুরি বাবদ প্রায় 200 কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে ।

আরও পড়ুন : Caste Certificate Problem in Chandrakona : আবেদনের 8 মাস পার, জাতিগত শংসাপত্র না মেলায় হয়রানির শিকার দুই মহিলা

যদিও এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । ঘাটালের বিজেপি নেতা রামকুমার দে বলেন, "তৃণমূল সব সময় কেন্দ্র দিচ্ছে না বলে ৷ অথচ কেন্দ্র রাজ্যকে তার প্রাপ্য টাকা দিয়ে চলেছে । বর্তমানে রাজ্যের অর্থনৈতিক অবস্থা শোচনীয় আর 100 দিনের কাজের অধিকাংশ কার্ডই তো ভুয়ো । তৃণমূলের নেতারা এই প্রকল্পের টাকা মারার জন্য নিজেরাই স্বজনপোষণ করে চলেছে ।

অন্যদিকে, 100 দিনের কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে না যাওয়ার বিষয়টি স্বীকার করে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, "মহকুমায় আমরা 100 দিনের কাজে রেকর্ড শ্রমদিবস তৈরি করেছি । এর মধ্যে চন্দ্রকোনা 2 ব্লক সেরা হয়েছে ৷ কিন্তু সমস্যা হল 100 দিনের কাজের টাকা সরাসরি কেন্দ্র শ্রমিকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে । গত বছরের কয়েকমাস ও এ বছরের কয়েকমাস মিলে 4 থেকে 5 মাস হল তা ঢুকছে না । এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ৷"

এই বিষয়ে জবকার্ড হোল্ডার তন্ময় রানা বলেন, "কয়েকমাস ধরে আমরা টাকা পাচ্ছি না ৷ খুব অসুবিধার মধ্যে রয়েছি ৷ সংসার চালাতে সমস্যা হচ্ছে ৷ আমরা চাই তাড়াতাড়ি টাকা আসুক ৷"

আরও পড়ুন : Woman Body Found in Pingla : পিংলায় ধানক্ষেতে গৃহবধূর বিবস্ত্র দেহ, পুলিশের অনুমান ধর্ষণ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.