ETV Bharat / state

Caste Certificate Problem in Chandrakona : আবেদনের 8 মাস পার, জাতিগত শংসাপত্র না মেলায় হয়রানির শিকার দুই মহিলা

author img

By

Published : Apr 22, 2022, 7:22 PM IST

Caste Certificate Problem
শংসাপত্র না মেলায় হয়রানির শিকার চন্দ্রকোনায়

দুয়ারে সরকার ক্যাম্পে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করার 8 মাস পরও মিলছে না শংসাপত্র। সরকারি দফতরে চক্কর কেটে চরম হয়রানির শিকার একাধিক আবেদনকারী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 7 নং ওয়ার্ডের (harassment of applicant on Caste Certificate issue) ।

চন্দ্রকোনা, 22 এপ্রিল : চন্দ্রকোনা পৌরসভার 7 নং ওয়ার্ডের দুই আবেদনকারী কল্পনা পাতর খামরুই ও কল্পনা খামরুইয়ের জাতিগত শংসাপত্র মিলছে না (harassment of applicant on Caste Certificate issue) । তাঁদের অভিযোগ, গতবছর 2021 সালের 8 অগস্ট চন্দ্রকোনা পৌরসভার তত্বাবধানে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন তাঁরা । কয়েক মাস পর অনলাইনে সরকারি ওয়েবসাইট 'ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট'-এ সার্চ করলে দেখা যায়, সেখানে তাঁদের জাতিগত শংসাপত্রের আবেদন অ্যাপ্রুভ হয়েছে এবং কোড নম্বরও রয়েছে।

তাই তাঁরা জানতে পারেন দুয়ারে সরকার শিবিরে আবেদন করা জাতিগত শংসাপত্র হয়ে গিয়েছে। এরপর চন্দ্রকোনা পৌরসভায় শংসাপত্র চাইতে গেলে পৌরসভার তরফে নানা কারণ দেখিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি পুনরায় তাদের আবেদন করার জন্যও বলা হচ্ছে। এ নিয়ে একাধিক বার পৌরসভার দোরগোড়ায় ঘুরেও মিলছে না শংসাপত্র, চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের।

Caste Certificate Problem
কল্পনা পাতর খামরুই ও কল্পনা খামরুইয়ের জাতিগত শংসাপত্র

যেখানে সরকারি ওয়েবসাইটে তাঁদের জাতিগত শংসাপত্র হয়ে গিয়েছে দেখাচ্ছে, সেখানে পৌরসভা কেন তাঁদের হাতে তা তুলে না দিয়ে নানা অজুহাতে ঘোরাচ্ছে, প্রশ্ন আবেদনকারীদের। একারণে পৌরসভার বিরুদ্ধেই উঠছে গাফিলতির অভিযোগ। কেবল এই দু'জনই নই, এর আগেও একই সমস্যায় আরও একাধিক আবেদনকারী হয়রানির শিকার হয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : Dilapidated Road : 34 বছরেও হয়নি রাস্তা, এবার ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের

যদিও এ বিষয়ে চন্দ্রকোনা পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান প্রতিমা পাত্র বলেন, "সবেমাত্র পৌরবোর্ডের চেয়ারম্যান হিসাবে আমি নিযুক্ত হয়েছি । এটা আগের বোর্ডের সময়কার ঘটনা। তবুও অভিযোগ যখন এসেছে তা খতিয়ে দেখে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।"

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.