ETV Bharat / state

Woman Body Found in Pingla : পিংলায় ধানক্ষেতে গৃহবধূর বিবস্ত্র দেহ, পুলিশের অনুমান ধর্ষণ

author img

By

Published : Apr 20, 2022, 5:33 PM IST

সাতসকালে পিংলায় ধানক্ষেতে গৃহবধূর মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা ৷ পুলিশ এবং গ্রামবাসীদের অনুমান, ধর্ষণ করা হয়েছে তাঁকে (Women Body Found in Pingla ) ৷

Naked Woman Body in Pingla
উজানে ধানক্ষেতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা

পিংলা, 20 এপ্রিল : ধানক্ষেত থেকে মিলল গৃহবধূর বিবস্ত্র মৃতদেহ ৷ বুধবার সকালে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের পিংলায় একটি ক্ষেতের মধ্যে থেকে মৃতদেহ পাওয়া যায় ৷ তাঁর বয়স আনুনানিক 35 বছর ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পিংলা থানার পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, ধর্ষণ করা হয়েছে ওই গৃহবধূকে (Naked woman body found in paddy field in Pingla Paschim Bardhaman) ।

সোমবারই ডেবরায় নির্যাতিতা নাবালিকার শ্লীলতাহানির ঘটনার কথা জানা যায় ৷ সেই ঘটনায় এক অভিযুক্তকে আটক করা হয়েছে । আজ বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানায় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে ।

আরও পড়ুন : Debra Rape: নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ডেবরায়, ফেরার অভিযুক্ত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে ওই মহিলার বিবস্ত্র দেহ দেখতে পেয়ে তৎক্ষণাৎ থানায় খবর দেন । ঘটনাস্থলে পৌঁছয় পিংলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুদীপ ঘোষাল ও অন্য পুলিশ কর্মীরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পিংলায় ধানক্ষেতে রহস্যজনক ভাবে পাওয়া যায় গৃহবধূর মৃতদেহ

এলাকাবাসীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিংলায় পুত্রসন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকতেন ওই মহিলা ৷ তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন । গতকাল রাত থেকেই ওই মহিলা নিখোঁজ ছিলেন ৷ পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট পেলেই আমরা বলতে পারব কী ঘটেছিল ৷ আমরা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.