ETV Bharat / state

খেলতে খেলতে পড়া, জুনের হাতে জঙ্গলমহলে যাত্রা শুরু মডেল অঙ্গনওয়াড়ির

author img

By

Published : Jul 16, 2021, 5:26 PM IST

Updated : Jul 16, 2021, 5:52 PM IST

june malia inaugurates model anganwadi centre at west midnapore
খেলতে খেলতে পড়া, জুনের হাতে জঙ্গলমহলে যাত্রা শুরু মডেল অঙ্গনওয়াড়ির

খেলতে খেলতে হবে পড়াশোনা ৷ জঙ্গলমহল এলাকা শালবনির গোয়ালডিহিতে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (Model Anganwadi Centre) উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া (June Malia) ৷

গড়মাল, 15 জুলাই: খেলতে খেলতে হবে পড়াশোনা ৷ জঙ্গলমহলে কমবে স্কুলছুট ৷ এই লক্ষ্য নিয়ে শালবনির গোয়ালডিহিতে যাত্রা শুরু হল মডেল অঙ্গনওয়াড়ি আইসিডিএস কেন্দ্রের (Model Anganwadi Centre) । এই কেন্দ্রের উদ্বোধন করলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া (June Malia) ও জেলাশাসক রেশমী কমল । নতুন করে 650 অঙ্গনওয়াড়ি কেন্দ্র মডেল হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসন 12 হাজার টাকা করে দিচ্ছে স্থানীয় পঞ্চায়েত ও বিডিওদের । জঙ্গলমহলের শিশুরা খেলাধুলোর পাশাপাশি যাতে পড়াশোনাতেও মন দেয়, সে জন্য এই মডেল সেন্টার গড়ে তোলা ।

খেলতে খেলতে পড়াশোনা ৷ আর তার মাধ্যমেই শিশুর মানসিক বিকাশ ঘটানো ৷ এই উদ্দেশ্যকে সামনে রেখে এ বার জঙ্গলমহলে শুরু হল মডেল অঙ্গনওয়াড়ি প্রস্তুতির কাজ । এ দিন শালবনি বিধানসভা এলাকার গড়মালের গোয়ালডিহিতে আনুষ্ঠানিকভাবে একটি মডেল অঙ্গনওয়াড়ি আইসিডিএস কেন্দ্র উদ্বোধন হয় । উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া । উপস্থিত ছিলেন জেলাশাসক রেশমী কমল-সহ বিশিষ্ট আধিকারিকবৃন্দ ।

ইতিমধ্যে জেলায় প্রায় 650টি অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরির কাজ চলছে । যেগুলি মডেল হিসেবে গড়ে তুলতে 12000 টাকা করে দিচ্ছে জেলা প্রশাসন । এমন ভাবে কেন্দ্রগুলি তৈরি করা হচ্ছে যাতে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে দেখে শিশুরা স্কুলে আসে । শালবনি এলাকায় প্রায় 298টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে ৷ যার মধ্যে বেশকিছু কেন্দ্রকে মডেল হিসেবে গড়ে তোলা হচ্ছে । এ ক্ষেত্রে সরকার তাদের বাড়তি অর্থ দিচ্ছে ।

june malia inaugurates model anganwadi centre at west midnapore
মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র

আরও পড়ুন: পেট্রলের ছ্যাঁকায় ছন্দে ফিরছে রায়গঞ্জের সাইকেল ব্যবসা

জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্কুলছুট হতে দেখা যায় ৷ ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি অনীহা এবং খেলার প্রতি একাগ্রতা থাকে কচিকাঁচাদের । যার ফলে তারা স্কুল অভিমুখ থেকে দূরে সরে যায় । তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে চাকচিক্যময় ও উন্নতমানের করে তুলতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন । এই দিন আনুষ্ঠানিকভাবে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হল, যেখানে শিশুরা আনন্দ করে এবং খেলার ছলে পড়াশোনা করতে পারবে ৷ থাকবে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও ৷ এই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই উৎসাহ ধরা পড়েছে এলাকার মানুষের মধ্যে । বিশেষ করে যেখানে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন, দিন আনা দিন খাওয়া মানুষেরা রয়েছেন, তাঁদের বাচ্চাদের স্কুলমুখী করতে এই প্রয়াস কার্যকরী হবে বলে মনে করছেন স্থানীয়রা ।

আরও পড়ুন: বঙ্গে দ্রুত উপনির্বাচন নিয়ে আশাবাদী তৃণমূল, কমিশন-সাক্ষাতের পর জানালেন সুদীপ

এ বিষয়ে জেলাশাসক ড. রেশমী কমল বলেন, "আমাদের এই জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে ৷ কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা এই দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । তাই আমরা সরকারি খাত থেকে 12 হাজার টাকা করে দিচ্ছি এই মডেল সেন্টার গড়ে তোলার জন্য । যেখানে বিভিন্ন ছবি ও লেখা দিয়ে ছাত্রছাত্রীদের প্রলুব্ধ করা হবে এবং খেলাধুলোর ছলে তারা এই কেন্দ্রগুলিতে পড়াশোনা করতে পারবে । তাই আমরা জঙ্গলমহলে কেন্দ্রগুলিকে বিশেষভাবে উন্নতি করার চেষ্টা করছি । এই মডেল সেন্টার গড়ে তোলার জন্য এবং স্থানীয় পঞ্চায়েত ও বিডিওকে উৎসাহ দেওয়ার জন্যই আমরা এই টাকা দিচ্ছি ।"

আরও পড়ুন: রেল-মেট্রোর কাজের জন্যই জল জমছে কলকাতায়, অভিযোগ ফিরহাদের

এ বিষয়ে মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া বলেন, "এই মডেল সেন্টার চালু করার মূল উদ্দেশ্যই স্কুলছুটদের স্কুলে ফিরিয়ে আনা এবং তাদের খেলাধুলোর সঙ্গে পড়াশোনা করানো । তাই এই মডেল অঙ্গনওয়াড়ির সূচনা হল । এই সূচনার পর থেকে আমরা চাইব, জঙ্গলমহলের স্কুলছুটরা স্কুলমুখী হোক । পড়াশোনার পাশাপাশি খাওয়া-দাওয়াও করানো হবে যাতে একটি বাচ্চাও স্কুলছুট না-হয়।"

এই সেন্টার মডেল হিসেবে চালু হওয়ায় যেমন একদিকে স্কুলছুট কমানো যাবে তেমনই এলাকার শিক্ষার হার বৃদ্ধি পাবে বলে আশা করছেন এলাকার মানুষজন ৷

Last Updated :Jul 16, 2021, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.