ETV Bharat / state

Shop Owner Electrocuted: মেদিনীপুরে ফাস্টফুডের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিকের মৃত্যু, আশঙ্কাজনক দুই কর্মী

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 5:24 PM IST

Shop Owner Electrocuted
Shop Owner Electrocuted

Fast Food Shop Owner Electrocuted in Midnapore: মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে একটি ফাস্টফুডের দোকানে বিদ্যুৎস্পষ্ট হয়ে মালিকের মৃত্য়ু হয়েছে ৷ আশঙ্কাজনক অবস্থায় দোকানের দুই কর্মী হাসপাতালে ভর্তি ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে ৷

মেদিনীপুরে ফাস্টফুডের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিকের মৃত্যু, আশঙ্কাজনক দুই কর্মী

মেদিনীপুর, 12 সেপ্টেম্বর: মর্মান্তিক দুর্ঘটনায় মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে মৃত্যু হল বছর 24-এর এক যুবকের ৷ মৃতের নাম আশিস সাউ ৷ কলেজ স্কোয়ারেই তাঁর ফাস্টফুডের দোকান ছিল ৷ মঙ্গলবার ওই দোকানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন ৷ তাঁর সঙ্গে দোকানের দুই কর্মীও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন ৷ আপাতত তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁদের অবস্থা আশঙ্কাজনক ৷

দোকানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে রাস্তার ধারে ফুটপাতের উপর দোকান ছিল আশিস সাউয়ের ৷ অন্যদিনের মতো মঙ্গলবারও সকালেই দোকান খুলেছিলেন তিনি ৷ পরে দোকান বন্ধ করার আগে পরিষ্কার করছিলেন ৷ সেই সময়ই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন ৷ তাঁর সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন দোকানের দুই কর্মী ৷

তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ও ব্যবসায়ীরা ছুটে যান ৷ গিয়ে দেখেন তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে রয়েছেন ৷ বাঁশ দিয়ে তার সরিয়ে তিনজনকে উদ্ধার করা হয় ৷ পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ সেখানে নিয়ে যাওয়ার পর আশিস সাউকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ বাকি দু’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৷ তাঁদের পরিচয় এখনও জানা যায়নি ৷

শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা: ঘটনার খবর পেয়ে সেখানে যায় মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার পুলিশ ৷ ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু ৷ দমকল কর্মীরা সেখানে গিয়ে বিদ্যুতের তার সরানোর ব্যবস্থা করেন ৷ দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ এর থেকে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত ৷

কাউন্সিলরের বক্তব্য: ওই এলাকার কাউন্সিলর সৌরভ বসু বলেন, ‘‘এই দোকান বন্ধ করার মুহূর্তেই দুর্ঘটনা ঘটে যায় । আর সেই ঘটনা ঘটার পরে স্থানীয়রা দেখতে পেয়ে দৌড়ে আসেন এবং তাঁদেরই তৎপরতায় তিনজনকে শর্ট সার্কিট থেকে ছাড়ানো হয় । পুলিশি তৎপরতা ও স্থানীয় মানুষের তৎপরতা তাদেরকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যালে । ইতিমধ্যে বিদ্যুতের লাইন কেটে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে ।’’

দুর্ঘটনার পর উঠছে প্রশ্ন: এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ বিশেষ করে যে দোকানে দুর্ঘটনা ঘটেছে, তার পাশেই রয়েছে বিদ্যুতের ট্রান্সফর্মার ৷ ফলে কীভাবে সেখানে দোকান করার অনুমতি দেওয়া হল, সেই প্রশ্ন উঠছে ৷ এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর জানান, এই নিয়ে আলোচনা করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে আগামিদিনে ।

আরও পড়ুন: গাড়ির ধাক্কায় খড়গপুরে মৃত্যু পুলিশ কর্মী-সহ 2 , আহত 6

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.