Chandrakona: খলনায়ক সেই নিম্নচাপ ! বৃষ্টির আশঙ্কায় অসময়ে ফসল তুলে নিচ্ছেন কৃষকরা

author img

By

Published : Nov 15, 2021, 5:19 PM IST

13638282_thumbnail_3x2_dhan.jpg

এমনিতেই এবছর আবহাওয়ার খামখেয়ালি আচরণে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা । আবহাওয়ার জন্যই এবছর আলু চাষে অনেকটাই দেরি হয়ে গিয়েছে । কিন্তু চাষে উদ্যোগী হতেই বৃষ্টির এই পূর্বাভাসে বিপাকে পড়েছেন তাঁরা ।

চন্দ্রকোণা, 15 নভেম্বর: নিম্নচাপের দরুণ ফের বৃষ্টির সম্ভাবনা । তাতে মাথায় হাত কৃষকদের । কারণ সদ্য একটানা বর্ষণ এবং জলমগ্ন পরিস্থিতি কাটিয়ে ওঠার পর, ফের নিম্নচাপের ভ্রুকুটি ঘুম কেড়েছে তাঁদের । তাই ক্ষয়ক্ষতি আশঙ্কা করে সময়ের আগেই জমি থেকে ধান,আলু, শাক-সবজি তুলে নিচ্ছেন তাঁরা ।

রাজ্যে শীতের আবির্ভাবের আগে রবিবার থেকেই মুখভার আকাশের । বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । তাতেই দুশ্চিন্তায় ভুগছেন চন্দ্রকোণার কৃষকরা । এখানকার কৃষকরা মূলত, আমন ধান, আলু এবম শাক-সবজির ফলনের উপর নির্ভরশীল । বর্তমানে ধান কাটা, আলু বসানোর কাজ চলছে । এমন সময়ে বৃষ্টির পূর্বাভাসে বিপদের আশঙ্কা করছেন তাঁরা ।

আরও পড়ুন: Ghatal Medicine Crisis : ন্যায্যমূল্যে অমিল ওষুধ, ঘাটাল হাসপাতালে শিকেয় পরিষেবা

এমনিতেই এবছর আবহাওয়ার খামখেয়ালি আচরণে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা । আবহাওয়ার জন্যই এবছর আলু চাষে অনেকটাই দেরি হয়ে গিয়েছে । কিন্তু চাষে উদ্যোগী হতেই বৃষ্টির এই পূর্বাভাসে বিপাকে পড়েছেন তাঁরা । তাঁদের দাবি, এমনিতেই বেশ কয়েক বছর ধরে আলু চাষে লাভের মুখ দেখা হয়নি । যা-ও বা জমিকে চাষের উপযোগী করে তুললেন, নতুন ফসল বসাতে গিয়ে ফের বৃষ্টির আশঙ্কা । তবে তাঁদের ক্ষতি হলেও, ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ থেকে দিব্যি লাভবান হচ্ছেন বলে দাবি কৃষকদের ।

আবহাওয়ার এই পরিবর্তনের ফলে মাঠের পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা । শনিবার সকাল থেকে চন্দ্রকোণা জুড়ে এমনই দৃশ্য চোখে পড়ছে । ধান পুরো না পাকলেও, মেশিন দিয়ে কেটে বাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন অনেকে । তাঁদের দাবি, বৃষ্টি হলে সত্যিই সত্যিই পাকা ধানে মই দেওয়া হবে এবং তাতে প্রচুর ক্ষতি হবে ।

আরও পড়ুন: Jagaddhatri Puja : জগদ্ধাত্রী পুজোর নবমীতে একসঙ্গে তিন কুমারীর পুজো মেদিনীপুরের ক্লাবে

কৃষিনির্ভর এই দেশে জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা চাষবাসের উপর নির্ভরশীল । ঋতু অনুযায়ী ধান এবং আলুর চাষ হয় প্রচুর পরিমাণে। বিশেষ করে ঘাটাল সাব ডিভিশনে আলু এবং ধান চাষের পরিমাণ অত্যন্ত বেশি, যার বেশিরভাগটাই দেশ-বিদেশে রফতানি করা হয় । তাই অসময়ের বৃষ্টিতে বিপুল ক্ষয়ক্ষতির করছেন কৃষকরা। অথচ প্রকৃতির উপর নির্ভর করা ছাড়া উপায়ও নেই তাঁদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.