ETV Bharat / state

Anger Against Minister: 'শুধু ভোটের সময় আসেন, আর কোনও সমস্যা দেখেন না !' মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে কেশপুরে পথ অবরোধে তৃণমূল

author img

By

Published : Apr 9, 2023, 8:08 PM IST

Anger Against Minister
শিউলি সাহা

বার বার পরিদর্শন করেও বন্যায় বিধ্বস্ত বাড়িগুলির ব্যবস্থা করেননি, জলের ব্যবস্থা করেননি মন্ত্রী শিউলি সাহা ৷ এই অভিযোগে কেশপুরের মুগবাসানে পথ অবরোধ করলেন তৃণমূল কর্মীরা ৷

মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে কেশপুরে পথ অবরোধে তৃণমূল

কেশপুর, 9 এপ্রিল: দীর্ঘদিন এলাকায় জলের সমস্যা ৷ এ ছাড়াও বন্যায় বিধ্বস্ত বাড়িগুলির ব্যবস্থা করেননি মন্ত্রী শিউলি সাহা । এই অভিযোগে এ বার নিজেদের দলের মন্ত্রীর বিরুদ্ধেই অবরোধে নামলেন দলের কর্মী-সহ স্থানীয় গ্রামবাসীরা । তাঁদের অভিযোগ, মন্ত্রী ভোটের সময় আসেন ৷ বাকি সময় আসেন না । জলের সমস্যা নিয়ে কোনও আলাপ-আলোচনা করেন না তিনি । দেখা করার চেষ্টা করেন না ৷ যদিও উলটো সাফাই দিয়েছেন মন্ত্রী শিউলি সাহা । তিনি বলেন, যাঁরা এই ধরনের অবরোধ করছেন, তাঁরা বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের উস্কানিতে এ সব করছেন ৷ তাঁরা আদৌ তৃণমূল করেন না ।

ফের মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় মানুষজন-সহ স্বয়ং শাসক দলের নেতা কর্মীরা ৷ ঘটনাটি কেশপুরের মুগবাসান এলাকাযর । কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা রবিবার মুগবসান গ্রাম পঞ্চায়েতের অধীন কেওটপাড়া শীতলা মন্দিরে পুজো দিয়ে শুরু করেন দিদির দুত কর্মসূচি । সেই সময়ই দলের মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে পথ অবরোধ শুরু করলেন মুগবাসানের যুব তৃণমূল কংগ্রেস কর্মী-সহ গ্রামবাসীরা।

তাঁদের অভিযোগ, গত বন্যার সময় চারজন মন্ত্রী মুগবাসান গ্রামে এসে বন্যায় বিধ্বস্ত বাড়িঘরগুলি পরিদর্শন করে গেলেও আজ পর্যন্ত একটা বাড়িও কেউ পায়নি । তাঁদের আরও অভিযোগ, তাঁরা ভোট দিয়ে মন্ত্রীকে জেতালেও তাঁদের পাড়ায় কখনওই আসেন না মন্ত্রী । আজও তাঁর গ্রামের মানুষের সঙ্গে দেখা করার সময় হয়নি ! মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের । এছাড়াও তাঁরা মন্ত্রীর বিরুদ্ধে এক ও একাধিক অভিযোগ এনেছেন । সেই কারণেই তাঁরা এ দিন অবরোধে শামিল হয়েছেন । তাঁদের অবরোধে এলাকায় যানজট সৃষ্টি হয় ৷ সারি সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রাক ও অন্যান্য গাড়ি ৷

স্থানীয় তৃণমূল নেতা শেখ আফতাব আলি ও পিন্টু চৌধুরীরা জানান, "9 কোটি টাকার জল প্রকল্প শুরু হলেও তা থেকে স্থানীয় মানুষ এখনও জল পায়নি । আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল পার্টি করি কিন্তু এই ধরনের অন্যায় বরদাস্ত করব না । যেখানে সাধারণ মানুষ জল পাবে না । বাড়ি পাবে না, সেখানে একজন মন্ত্রী এলাকায় আসবেন না ৷ শুধুমাত্র ভোটের সময় এসে ঘুরে যাবেন ৷ আমরা এর প্রতিবাদ করব । আর তার জন্যই আমাদের এই অবরোধ ।" পুলিশের বিশাল বাহিনী গিয়ে অবরোধকারীদের আশ্বস্ত করলে কয়েক ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা ।

যদিও এই বিষয়ে অন্য সাফাই দিয়েছেন মন্ত্রী শিউলি সাহা । তিনি বলেন, "এটা সিপিএম, বিজেপি ও কংগ্রেসের যৌথ চক্রান্তে হয়েছে ।" পাশাপাশি তাঁর দাবি, তৃণমূলের একটি অশুভ শক্তি বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে এ ধরনের কাজকর্ম করছে । এলাকায় তিনি আসেন, খোঁজখবর নেন, এলাকা ঘুরে দেখেন, জলের জন্য ব্যবস্থা করেছেন বলে দাবি করেছেন মন্ত্রী ।

আরও পড়ুন: ঘাটালে জীবিত শিশুকে ডেথ সার্টিফিকেট ! 'গাফিলতি' খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.