ETV Bharat / state

Doctor Suicide : রাজ্যের বদলি নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে আত্মঘাতী চিকিৎসক

author img

By

Published : Sep 1, 2021, 3:14 PM IST

doctor commits suicide after raised question on transfer policy of west bengal government
Doctor Suicide : রাজ্যের বদলি নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে আত্মঘাতী চিকিৎসক

গত 16 অগস্ট গায়ে অ্যালকোহল ঢেলে অগ্নিদগ্ধ হন ড. অবন্তিকা ভট্টাচার্য ৷ সোমবার কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ আর তার পরই এই নিয়ে হইচই শুরু হয়ে যায় চিকিৎসকমহলে ৷ এই ঘটনায় আঙুল ওঠে সরকারি বদলি নীতির দিকে ৷

মেদিনীপুর, 1 সেপ্টেম্বর : চাকরি জীবনের টানাপোড়েনের জেরে প্রাণ গেল এক চিকিৎসকের ৷ বদলি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ড. অবন্তিকা ভট্টাচার্য গায়ে অ্যালকোহল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ৷ পরে গত সোমবার কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ আর তার পরই এই নিয়ে হইচই শুরু হয়ে যায় চিকিৎসকমহলে ৷ এই ঘটনায় আঙুল ওঠে সরকারি বদলি নীতির দিকে ৷

ড. অবন্তিকা ভট্টাচার্য মেদিনীপুর মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিনের চিকিৎসক ছিলেন ৷ বছরখানেক আগে তাঁকে বদলি করা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে ৷ আর সেই নিয়ে তিনি অসন্তুষ্ট হন ৷ ফেসবুকে প্রতিবাদ করে পোস্টও করেন ৷ লেখেন, ‘‘কী করলে শান্তি পাব, চাকরি থেকে ইস্তফা দিলে ? আট বছর জেলায় চাকরি করার পরে আবার জেলাতেই বদলি ৷ তাও কোনও পদোন্নতি ছাড়াই আর নিতে পারছি না ।’’

আরও পড়ুন : Rujira Banerjee to ED: দিল্লি নয়, কলকাতায় ইডি দফতরে যেতে চান অভিষেকের স্ত্রী রুজিরা

এই পোস্টের পরই গত 16 অগস্ট গায়ে অ্যালকোহল ঢেলে অগ্নিদগ্ধ হন তিনি ৷ দুই সপ্তাহের লড়াই শেষে সোমবার তিনি মারা যান ৷ কিন্তু তিনি কেন এই ঘটনা ঘটালেন, আপাতত এই প্রশ্ন উঠছে ৷ জানা গিয়েছে যে অবন্তিকার স্বামী মুর্শিদাবাদের নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ । আট বছরের মেয়ে অটিজম-এ আক্রান্ত । তাঁর বাড়ি বেহালায় ।

কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে এমডি করেন তিনি । এরপরই গত প্রায় আট বছর ধরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিনের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন । বছরখানেক আগেই তাঁর বদলি হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে । পদোন্নতি হওয়ার কথা থাকলেও হয়নি । অটিজমে আক্রান্ত মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গেই থাকতে চেয়েছিলেন তাও হয়নি । মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে ।

আরও পড়ুন : EC Virtual Meeting : উপনির্বাচন নিয়ে আজ ভার্চুয়াল বৈঠকে কমিশন, থাকতে পারেন রাজ্যের মুখ্যসচিব

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ফেসবুক পোস্টের পাশাপাশি স্বাস্থ্য দফতরে ফোন করে চাকরি থেকেও ইস্তফা দিতে চেয়েছিলেন অবন্তিকা । এক্ষেত্রে স্বাস্থ্য দফতরের বদলি নীতিকে কাঠগড়ায় তুলছেন তাঁর ঘনিষ্ঠজনেরা । যদিও দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য দফতরের বদলি নীতি নিয়ে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ রয়েছে । তার কারণ বাম আমলে জোন ভিত্তিক একটা বদলি নীতি ছিল । সকল চিকিৎসককে চাকরি জীবনের শুরুতে জেলা বা গ্রামীণ হাসপাতালে পরিষেবা দেওয়ার নিয়ম ছিল । পাঁচ বছর জেলায় পরিষেবা দেওয়ার পরে তাঁদের বাড়ির কাছে সুবিধামতো পোস্টিং দেওয়া হত ।

সন্তান বা পারিবারিক সমস্যা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসককে যাতে বাড়ির দূরে যেতে না হয় । সেই বিষয়টিও অগ্রাধিকার পেত । কিন্তু এখন কার্যত কোন‌ও বদলি নীতি মানা হচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ । আত্মহত্যার মতো গর্হিত এই সিদ্ধান্তকে সমর্থন না করলেও তরুণী চিকিৎসক অবন্তিকার এই পরিণতির জন্য স্বাস্থ্য দফতরের নীতিকে কাঠগড়ায় তুলছেন সংশ্লিষ্ট মহলের অনেকেই ।

আরও পড়ুন : Visva Bharati Agitation : খাবার পাচ্ছি না, অভিযোগ ঘেরাও উপাচার্যের; দুধ-কলা পৌঁছে দিলেন পড়ুয়ারা

উল্লেখ্য, এই বদলি অসন্তোষের কারণেই রাজ্যের পাঁচজন এসএসকে শিক্ষিকা বিষপান করেছিলেন সম্প্রতি । তাঁদের মধ্যে কয়েকজন এখনও চিকিৎসাধীন । ফের এক চিকিৎসকের আত্মহত্যা-র জন্যও দায়ী সেই বদলি নীতি ।

এ প্রসঙ্গে চিকিৎসক নেতা উৎপল দত্ত বলেন, ‘‘অবন্তিকার পরিবারের পাশে আমরা আছি । চিকিৎসক ও শিক্ষক চিকিৎসকরা বদলির সমস্যায় ভুগছেন । তাঁদের মানসিক অবস্থা কোন জায়গায় পৌঁছচ্ছে, তার একটা খারাপ উদাহরণ আমরা দেখলাম । বিগত 10 বছর ধরে বদলির নীতি নিয়ে ভুগছেন চিকিৎসকরা । বদলিতে স্বেচ্ছাচারিতা চলছে । বেছে বেছে কয়েকজন চিকিৎসকের ক্ষেত্রে বাড়ি থেকে বহু দূরে বা অপছন্দের জায়গায় বদলি করা হচ্ছে, তবে সকলের ক্ষেত্রে নয় । অবন্তিকার বাচ্চাটি অসুস্থ । অবন্তিকা হাসিখুশি মেয়ে ছিলেন তা সত্ত্বেও এই ঘটনায় আমরা শোকস্তব্ধ ।’’

আরও পড়ুন : Calcutta High Court : লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জোগান, বঞ্চিত কর্মচারীরা, ডিএ মামলায় কটাক্ষ আইনজীবীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.