Rujira Banerjee to ED: করোনাকালে দিল্লি যেতে পারবেন না, বাড়িতে আসতে ইডি-কে চিঠি রুজিরার

author img

By

Published : Sep 1, 2021, 1:33 PM IST

Updated : Sep 1, 2021, 3:52 PM IST

অভিষেকের স্ত্রী রুজিরা

আজ ইডির (Enforcement Directorate- ED) দিল্লির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার (Rujira Banerjee) ৷ সম্প্রতি দু'জনকেই সমন পাঠায় ইডি ৷ কিন্তু দিল্লির করোনা আবহের জন্য রুজিয়া কলকাতার নিজের বাড়িতেই ইডির আধিকারিকদের আসার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর : এদিন দিল্লি গিয়ে ইডির দফতরে (Enforcement Directorate- ED) হাজিরা দেওয়ার কথা ছিল ৷ তবে দিল্লি যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) ৷ গতকালই তিনি ইডিকে চিঠি পাঠিয়েছেন ৷ দিল্লির বদলে কলকাতায় নিজের বাড়িতেই ইডির আধিকারিকদের আসার অনুরোধ জানিয়েছেন তিনি ৷

রুজিরা চিঠিতে জানিয়েছেন, তাঁর দু'টি সন্তান রয়েছে ৷ করোনা পরিস্থিতিতে তাঁর পক্ষে দিল্লি যাতায়াত তাঁর নিজের এবং তাঁর সন্তানদের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে ৷ তাই তিনি ইডি আধিকারিকদের কলকাতায় তাঁর বাড়িতেই আসার অনুরোধ জানান ৷ সপক্ষে যুক্তি, যে মামলার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে সেটি পশ্চিমবঙ্গের ৷ পাশাপাশি কলকাতায় ইডির কার্যালয় রয়েছে ৷ তার উপর রুজিরা নিজেও যখন কলকাতারই বাসিন্দা ৷ তাই ইডির আধিকারিকদের তিনি কলকাতায় নিজ বাসভবনেই আসার অনুরোধ জানান ৷ তাঁর তরফে যাবতীয় সহযোগিতার কথাও জানান তিনি ৷

ইডি-র আধিকারিককে লেখা রুজিরার চিঠি
ইডি-র আধিকারিককে লেখা রুজিরার চিঠি

আরও পড়ুন : Abhishek Banerjee : ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে রোখা যাবে না, চ্যালেঞ্জ অভিষেকের

কয়লাপাচার কাণ্ড মামলায় অগস্টে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে তাদের দিল্লি অফিসে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ইডি ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6 সেপ্টেম্বর এবং রুজিরাকে 1 সেপ্টেম্বর অর্থাৎ এদিন হাজিরা দেওয়ার কথা বলা হয় ৷ এর আগে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Central Bureau of Investigation- CBI) আধিকারিকরাও ওই একই মামলায় দু'জনকে জেরা করেছেন । ইডি সূত্রে জানা গিয়েছে, ওই মামলায় কয়েকজন পুলিশ আধিকারিক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একজন আইনজীবীকেও সমন পাঠানো হয়েছে ।

Last Updated :Sep 1, 2021, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.