ETV Bharat / state

2021-এ পরিবর্তনের জন্য উঠেপড়ে লেগেছে পুলিশ, কটাক্ষ দিলীপের

author img

By

Published : May 24, 2020, 6:50 PM IST

Updated : May 24, 2020, 8:21 PM IST

ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা ৷ এই পরিস্থিতিতে আজ তাঁর লোকসভা কেন্দ্রের মেদিনীপুর কেন্দ্রের একাধিক এলাকা পরিদর্শনে যান দিলীপ ঘোষ ৷ কিন্তু তাঁকে দফায় দফায় পূর্ব মেদিনীপুরে আটকায় পুলিশ ৷

image
দিলীপ ঘোষ

ডেবরা, 24 মে : পূর্ব মেদিনীপুরে পর পশ্চিম মেদিনীপুর ঢোকার মুখে ফের BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি আটকায় পুলিশ ৷ যদিও পরে তাঁকে জেলায় প্রবেশের অনুমতি দেয় তারা ৷ এই বিষয়ে দিলীপ ঘোষের বক্তব্য, "তিন-চার বছর ধরে পুলিশ আমার বিরুদ্ধে লেগেছে, 18টি সাংসদ জিতিয়েছি, 21 সালে পুরো পরিবর্তনের জন্য আবার লেগেছে পুলিশ ৷"

ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা ৷ এই পরিস্থিতিতে আজ তাঁর লোকসভা কেন্দ্রের মেদিনীপুর কেন্দ্রের একাধিক এলাকা পরিদর্শনে যান দিলীপ ঘোষ ৷ কিন্তু তাঁকে দফায় দফায় পূর্ব মেদিনীপুরে আটকায় পুলিশ ৷ এরপর পশ্চিম মেদিনীপুর প্রবেশের চেষ্টা করলে ডেবরার আসাড়ির কাছেও তাঁকে আটকানো হয় । ঘণ্টাখানেক আটকানোর পর দিলীপবাবুকে জেলায় প্রবেশের অনুমতি দেয় পুলিশ ৷

2021- এ পুরোপুরি পরিবর্তন : দিলীপ ঘোষ

দিলীপবাবু বলেন, ‘‘দীর্ঘ তিন-চার বছর পুলিশ পিছনে লেগে ছিল ৷ আজ BJP-র 18 সাংসদ জিতেছে ৷ এই পুলিশ-প্রশাসন দিলীপ ঘোষের কিছুই করতে পারেনি ৷ আবার পুলিশ আমার পিছনে লেগেছে ৷ এই পুলিশ দিয়েই 2021 সালে রাজ্যে পুরো পরিবর্তন আসবে বলেই আমার মনে হয় ৷ পুলিশের এখন মূল কাজ ছিল এই লকডাউন এবং ঝড়ের প্রকোপ থেকে মানুষকে রক্ষা করা ৷ মানুষকে ত্রাণ দেওয়া ৷ লকডাউন সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না তার ব্যবস্থা করা, কিন্তু সেই সব কাজ ছেড়ে দিয়ে এখন পুলিশকে BJP এবং BJP রাজ্য সভাপতির পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে ৷ এতে লাভ কিছুই হবে না ৷’’

কলকাতার বিদ্যুৎ বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ওনারা যখনই কোনও ফ্যাসাদে পড়েন, তখনই কাউকে-না-কাউকে বলির পাঁঠা করেন ৷ এবার CESC-কে করা হয়েছে ৷ খাদ্য দপ্তরে দুর্নীতি ধরা পড়ায় খাদ্য সচিবকে বদলি করা হল ৷ স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি ধরা পড়ায় স্বাস্থ্য সচিবকে ৷ কর্পোরেশনে গাছ কাটা হচ্ছে না কমিশনারকে বদলি করা হল ৷ ওনারা সব সময় অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেন ৷"

Last Updated : May 24, 2020, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.