ETV Bharat / state

Dilip Ghosh comments on Hiran Chatterjee : হিরণের হোয়াট্সঅ্যাপ গ্রুপ ত্যাগে দলের গাইডলাইন মানার বার্তা দিলীপের

author img

By

Published : Jan 5, 2022, 4:37 PM IST

বিজেপি বিধায়কদের হোয়াট্সঅ্যাপ গ্রুপ ছেড়েছেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায় (Hiran Chatterjee left BJP MLA WhatsApp Group) ৷ প্রকাশ্যে বিষয়টিকে আমল দিতে নারাজ বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh comments on Hiran Chatterjee) ৷ তবে, একইসঙ্গে দলের সমস্ত নির্বাচিত জনপ্রিতিনিধিকে মানুষের সঙ্গে থাকার এবং দলীয় ‘গাইডলাইন’ মেনে চলার বার্তাও দেন দিলীপ ৷

dilip ghosh advice to follow party guidelines as hiran chatterjee left bjp mla whatsapp group
Dilip Ghosh comments on Hiran Chatterjee : হিরণের হোয়াট্সঅ্যাপ গ্রুপ ত্যাগে দলের গাইডলাইন মানার বার্তা দিলীপের

মেদিনীপুর, 5 জানুয়ারি : খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায়ের হোয়াট্সঅ্য়াপ গ্রুপ ছাড়ার (Hiran Chatterjee left BJP MLA WhatsApp Group) কথা প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক তরজা ৷ এবার কি তবে পুরনো দলেই ফেরার কথা ভাবছেন এই অভিনেতা-রাজনীতিক ? এমন ধরনের প্রশ্নের স্বভাবতই বিব্রত দেখাল বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে ৷ পরিস্থিতি হালকা করতে মেদিনীপুরের সাংসদ জানান (Dilip Ghosh comments on Hiran Chatterjee), তাঁর মোবাইলেও এমন অনেক হোয়াট্সঅ্যাপ গ্রুপ আছে ৷ সেখানে প্রতিদিন কয়েকশো মেসেজ আসে ৷ কিন্তু, সেসব তিনি খুলেও দেখেন না ৷ তবে, একইসঙ্গে দলের সমস্ত নির্বাচিত জনপ্রিতিনিধিকে মানুষের সঙ্গে থাকার এবং দলীয় ‘গাইডলাইন’ মেনে চলার বার্তাও দেন দিলীপ ৷

আরও পড়ুন : Hiran Chatterjee quits BJP WhatsApp Group : বিজেপি'তে জারি বিদ্রোহ, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ

একুশের বিধানসভা নির্বাচনের আগে অন্য অনেকের মতোই হিরণও গেরুয়া হাওয়ায় ভেসে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান ৷ অনেক হেভিওয়েট প্রার্থী পরাজিত হলেও বিজেপির টিকিটে ভোটে লড়ে জিতে যান হিরণ ৷ কিন্তু, তারপরও তাঁকে সেভাবে দলের কাজে দেখা যায়নি ৷ এমনকী, কিছুদিন আগে হিরণের তৃণমূলে ফেরা নিয়েও জোর জল্পনা শুরু হয় ৷ সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিজেপির অন্যতম প্রবীণ নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে নাকি এড়িয়ে চলছেন সদ্য দলে যোগ দেওয়া হিরণ ৷ তাছাড়া, বিজেপি নেতৃত্বের সঙ্গেও তাঁর দূরত্ব বাড়ার খবর মাঝেমধ্যেই সামনে এসেছে ৷

বুধবার মেদিনীপুরে আয়োজিত একটি কর্মূচিতে যোগ দিতে আসেন দিলীপ ঘোষ ৷ সেখানেই হিরণের হোয়াট্সঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে ৷ প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি বিধায়কদের হোয়াট্সঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান পাঁচ মতুয়া বিধায়ক ৷ পরে তাঁদের ‘পিছু’ নেন আরও অনেকে ৷ দলে মতুয়াদের ‘গুরুত্ব বাড়াতে’ মাঠে নামেন মতুয়া মহাসংঘের সংঘাতিপতি তথা বিজেপি সাংসদ এবং মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ এই প্রেক্ষাপটে হিরণও হোয়াট্সঅ্যাপ গ্রুপ ছাড়ায় জল্পনা তুঙ্গে ৷ যদিও এদিন প্রকাশ্যে অন্তত বিষয়টিকে আমল দিতে চাননি দিলীপ ঘোষ ৷

মেদিনীপুরের অনুষ্ঠানে দিলীপ ঘোষ ৷

তবে একইসঙ্গে দিলীপের বার্তা, দলের প্রত্যেকেরই দলীয় নির্দেশ ও নিয়ম-কানুন মেনে চলা উচিত ৷ তাহলে কি হিরণ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বলে মনে করেন দিলীপ ? জবাবে বিজেপি সাংসদের বক্তব্য, অনেক কিছুই রটে ৷ এমনকী, কেউ তাঁর নাম নিয়েও বলতে পারেন যে তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন ! তাতে কিছু যায় আসে না ৷ একইসঙ্গে দলের সমস্ত নির্বাচিত জনপ্রিতিনিধিকে মানুষের সঙ্গে থাকার এবং দলের ‘গাইডলাইন’ মেনে চলার বার্তাও দেন দিলীপ ৷

আরও পড়ুন : হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে রেল শহর খড়গপুরে জিতলেন বিজেপির হিরণ

এদিকে, রাজ্যজুড়ে কোভিজ পরিস্থিতি ভয়াবহ (Covid surge in West Bengal) উঠলেও পৌরভোট করানো নিয়ে অনড় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার ৷ সেক্ষেত্রে আগামী 27 ফেব্রুয়ারি ভোট হতে পারে মেদিনীপুর পৌরসভাতেও ৷ এদিন সেই ভোটের প্রচার কর্মসূচি শুরু করে দেন দিলীপ ঘোষ ৷ কিন্তু, এদিনের অনুষ্ঠানে দীর্ঘক্ষণ তাঁর মুখে মাস্ক ছিল না (Dilip Ghosh without Mask) ৷ মাস্কহীন ছিলেন দলের জেলা সভাপতি তাপস মিশ্রও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.