ETV Bharat / state

College Student Rape Case: রাস্তা আটকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ! দু'মাস পরেও অভিযুক্ত অধরা

author img

By

Published : Jun 15, 2023, 11:06 PM IST

পশ্চিম মেদিনীপুরের সবং-এ এক কলেজ পড়ুয়াকে ধর্ষণ ও যৌন অত্যাচার ঘটনা সামনে এসেছে ৷ ঘটনার দু'মাস কেটে গেলও এখনও পর্যন্ত অভিযুক্ত অধরা ৷

Etv Bharat
প্রতীকী যবি

সবং, 15 জুন: বাড়ি ফেরার পথে কলেজ পড়ুয়াকে ধর্ষণ ও যৌন অত্যাচার ঘটনা সামনে এসেছে ৷ ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দু-মাস ৷ কিন্তু এখনও পর্যন্ত অধরা দুষ্কৃতী ৷ পরিবারের অভিযোগ, অভিযুক্ত দোষী শাসক দলের ছত্রছায়ায় রয়েছে বলেই তাঁকে গ্রেফতার করা হচ্ছে না। ঘটনায় প্রশ্নের মুখে শাসক শিবির ৷

জানা গিয়েছে, সবং কলেজের প্রথম বর্ষের ছাত্রী নির্যাতিতা । পিসির বাড়ি থেকে সন্ধ্যা 7টা নাগাদ ফিরছিলেন বাড়ি ৷ অভিযোগ সবং নিমকি শ্মশানের কাছে, স্থানীয় সবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুভেন্দু জানা তাঁর রাস্তা আটকায়। একা পেয়ে তাঁর জামা ধরে টানাটানি করেন,যৌন হেনস্থা করেন এবং ধর্ষণ করেন বলে অভিযোগ। এরপর আশেপাশের লোক এসে পড়লে অভিযুক্ত পালিয়ে যেতেই নির্যাতিতা ছাত্রী কোনওরকমে বাড়ি ফেরেন ৷

সেই দিন ভয়ে, লজ্জায় বাড়িতে কিছু বলতে না পারলেও, পরের দিন নির্যাতিতা মাকে সমস্ত ঘটনা জানান ৷ এরপরেই পরিবার থেকে ছাত্রীকে নিয়ে তাঁর শারিরীক চেক-আপ করানো হয় ৷ পাশাপাশি গত 27 এপ্রিল অভিযুক্তর বিরুদ্ধে সবং থানায় অভিযোগও করা হয়। যদিও ছাত্রীর পরিবারের তরফে দাবি করা হয়েছে, পুলিশে নির্যাতিতার অভিযোগ নিতে অস্বীকার করে। তারপর জোর করে অভিযোগ লেখালেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ৷

এরপরই নির্যাতিতা ও তাঁর পরিবার গত 3 মে মেদিনীপুরের পুলিশ সুপারকে চিঠি মারফত অভিযোগ জানান। তাতেও দোষীকে না ধরলে কোর্টের দ্বারস্থ হয় পরিবার। কোর্টে গোপন জবানবন্দি হওয়ার পরবর্তীকালে সবং থানা কেস স্টার্ট করে কিন্তু তারপরে অতটুকুই। পরিবারের অভিযোগ, অভিযুক্ত শাসকদলের এমএলএ ও মন্ত্রীর ছত্রছায়ায় রয়েছেন। নির্যাতিতা কলেজ পড়ুয়ার পরিবারের একটাই দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, "এই ঘটনা ঘটে যাওয়ার পরই যখন আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি তখন থেকেই ওই দুষ্কৃতি বারে বারে হুমকি দিচ্ছে প্রাণে মেরে ফেলার ৷ হুমকি দিচ্ছে যাতে আমরা কেসটা তুলে নিই। আমরা আতঙ্কিত হয়ে রয়েছি ৷"

এদিন আবেদনকারীর আইনজীবী অনুপম জানা বলেন, "এত কাণ্ড হওয়ার পরও অভিযুক্ত অধরা। থানায় অভিযোগ নিতে গড়িমসি করেছে ৷ তাই পুলিশ সুপারকে জানানো হয়েছে। তাছাড়া কোর্টের ট্রায়াল চলছে ৷ তারপরও অভিযুক্তকে গ্রেফতার করেছে না পুলিশ। শুধু একটাই কারণ, শাসকদলের নেতা মন্ত্রীর তকমা। আমরা চাই অভিযুক্তকে গ্রেফতার করে তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ৷"

আরও পড়ুন: নাবালিকাকে নির্যাতনের পর পুলিশি অভিযোগ প্রত্যাহারের চাপ, বহিষ্কার তৃণমূল নেতা

এই ঘটনার প্রেক্ষিতে সবং এমএলএ ও মন্ত্রী মানস ভূঁইয়াকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। পাশাপাশি সবং ব্লক সভাপতি আবু কালাম বক্সকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "অভিযুক্ত শুভেন্দু জানার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। আমরা তাঁকে চিনিও না, জানিও না। উনি যদি আমাদের দলের কারও নাম নিয়ে থাকেন তাঁর দায়-দায়িত্ব আমাদের নেই। তবে আমরা বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.