ETV Bharat / state

TMC Leader Suspend: নাবালিকাকে নির্যাতনের পর পুলিশি অভিযোগ প্রত্যাহারের চাপ, বহিষ্কার তৃণমূল নেতা

author img

By

Published : May 28, 2023, 1:56 PM IST

Updated : May 30, 2023, 8:26 PM IST

নির্যাতিতা নাবালিকার পরিবারকে পুলিশি অভিযোগ তোলার চাপ ৷ অভিযোগের তীর শাসকদলের যুব তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত টিএমসি যুবনেতা সাসপেন্ড ৷ ঘটনায় সরব বিরোধী দল ৷

Etv Bharat
নাবালিকার ধর্ষণের ঘটনার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার

দুর্গাপুর, 28 মে: স্থানীয় স্টিল টাউনশিপ এলাকার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যুব তৃণমূল নেতা দেবাংশু রায়কে আগেই গ্রেফতার করেছিল পুলিশ ৷ ঘটনার পর থেকে নির্যাতিতার পরিবারে চাপ দেওয়া হচ্ছিল অভিযোগ তুলে নেওয়ার জন্য ৷ এরপর দেবাংশু রায়ের সাসপেন্ডের কথা ঘোষণা করলেন ব্লক সভাপতি রাজীব ঘোষ । শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ।

কয়েকদিন আগেই দুর্গাপুর স্টিল এলাকার বাসিন্দা এক নাবালিকার সঙ্গে প্রথমে বন্ধুত্ব পরে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল দেবাংশু রায়ের ৷ সম্প্রতি ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার দেবাংশু রায়ের বিরুদ্ধে ৷ অভিযুক্ত দুর্গাপুরের যুব তৃণমূলের সম্পাদকমণ্ডলীর সদস্য ৷ নির্যাতিতার মায়ের অভিযোগ, তাদের নাবালিকা মেয়ে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তাঁরা সমস্ত বিষয়টি জানতে পারেন। এরপরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ বুধবার অভিযুক্ত যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ৷ রাজ্যের মন্ত্রী দেরিতে তাঁদের সঙ্গে দেখা করতে এসেছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিতার মা ৷

অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত তৃণমূল নেতা নির্যাতিতার পরিবারকে তার বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য চাপ দিতে থাকে ৷ এমনকী হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের পক্ষ তরফে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা তৃণমূলের পক্ষ থেকে যুব তৃণমূলের সম্পাদক মন্ডলীর সদস্য দেবাংশু রায়কে সাসপেন্ড করল দল । শনিবার দুর্গাপুরের 1 নম্বর ব্লকের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে অভিযুক্তের সাসপেন্ড ঘোষণা করেন তৃণমূল সভাপতি রাজীব ঘোষ ।

আরও পড়ুন: কীর্তনের দলে সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে নাবালিকাকে লাগাতার 'ধর্ষণ', গ্রেফতার অভিযুক্ত

এদিনই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা এই এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রদীপ মজুমদার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন । দীর্ঘক্ষণ কথা বলেন নির্যাতিতার মায়ের সঙ্গেও । প্রদীপ মজুমদার বলেন, "ঘটনার পর তার পরিবারের লোক পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে । অভিযুক্তকে গ্রেফতার করেছে । শুনতে পাই এক যুবনেতা এই পরিবারকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল । দল আপাতত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে । সে দোষী কি না, জানতে তদন্ত শুরু হয়েছে ।" পরিবারের সঙ্গে আছেন বলেও সাংবাদিকদের জানান প্রদীপবাবু।

আরও পড়ুন: শান্তিপুরে বাবার বন্ধুর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

অভিযুক্ত যুবনেতা দেবাংশু রায় সাংবাদিকদের বলেন, "আমি সম্পূর্ণ নির্দোষ । আমার কাছেই নির্যাতিতার দাদা এসেছিল । আমি তার সঙ্গে সামান্য কথা বলেছিলাম । আমি দলের কাছে অনুরোধ করছি এটা বিরোধীদের চক্রান্ত । তাই দল ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক। তাতে যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমাকে যা শাস্তি দেওয়া হবে আমি তা মাথা পেতে নেব ।"

Last Updated : May 30, 2023, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.