ETV Bharat / state

Water Problem in Chandrakona : গরমে জলাভাব চন্দ্রকোনা পৌরসভায়, ক্ষোভ এলাকায়

author img

By

Published : Apr 5, 2022, 1:41 PM IST

handrakona Water Scarcity
চন্দ্রকোনা পৌরসভা এলাকায় ট্যাপকল দিয়ে ঘোলা জল বেরচ্ছে

গরমে জলের চাহিদা বাড়ে ৷ কিন্তু এমন সময়ে চন্দ্রকোনা পৌরসভার বেশ কিছু ওয়ার্ডের ট্যাপ কলে হয় জল নেই, নয়তো ঘোলা জল বের হচ্ছে ৷ নাজেহাল এলাকাবাসী (Water Problem in Chandrakona) ৷

চন্দ্রকোনা, 5 এপ্রিল : এই গরমে ট্যাপকল থেকে সরু জল পড়ছে ৷ আবার কোথাও বা ঘোলা জল ৷ এমনকি ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে পানীয় জলের সংযোগ থাকলেও জল নেই । গ্রীষ্মের এই দাবদাহে পানীয় জলের সমস্যায় নাজেহাল চন্দ্রকোনা পৌরসভার বেশ কিছু ওয়ার্ডের মানুষ । যদিও পৌরসভার চেয়ারপার্সন আশ্বাস দিয়েছেন, পাইপ লাইনের কাজ চলছে এবং জলের অভাব খুব শিগগিরি দূর হবে (Chandrakona Municipality residents face water problem in Paschim Medinipur) ।

গরম পড়তেই পানীয় জল নিয়ে হিমশিম অবস্থা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভা এলাকায় ৷ 12টি ওয়ার্ড বিশিষ্ট চন্দ্রকোনা পৌরসভার 1, 2, 5, 6, 7 এবং আরও বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের ক্ষোভ, তাঁরা পর্যাপ্ত জল পাচ্ছেন না ।

বাসিন্দারা জানালেন, পৌরসভার বসানো পানীয় জলের ট্যাপগুলিতে যথেষ্ট জল পড়ছে না ৷ ঝিরিঝিরি জল পড়ছে, তাই ট্যাপ থেকে একেকজনের জল পেতেই অনেক সময় পেরিয়ে যায় । আবার কোনও কোনও ট্যাপের জল ঘোলাটে ৷ বাধ্য হয়ে যেসব ট্যাপে ঘোলা জল পড়ে তার মুখে বাসিন্দারা কাপড় বেঁধেছেন ৷ সেই জল সংগ্রহ করে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন ৷

আরও পড়ুন : Road Block In Purulia : পানীয় জল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের দাবিতে রাজ্য সড়ক অবরোধ পুরুলিয়ায়

বেশ কয়েকমাস ধরে এই সমস্যা চলছে চন্দ্রকোনা পৌরসভার কয়েকটি ওয়ার্ডে ৷ গরম পড়তে স্বভাবতই তা আরও জোরালো হয়েছে । পৌর কর্তৃপক্ষ থেকে কাউন্সিলর এমনকি স্থানীয় নেতৃত্বদের এ বিষয়ে জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । তবে ওইসব ওয়ার্ডে পৌরসভার তরফে জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ তবে বাসিন্দাদের দাবি, এটা যথেষ্ট নয় ।

জলের চাহিদা মেটাতে কেউ সাইকেলে তো কেউ কেউ জলের পাত্র নিয়ে পায়ে হেঁটে অন্যত্র গিয়ে পানীয় জল বয়ে আনছেন । দিনে তিনবার পানীয় জল আসে ৷

এবিষয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারপার্সন প্রতিমা পাত্র জলের সমস্যার কথা স্বীকার করে নিয়ে জানালেন, পৌরসভার সবক'টি ওয়ার্ডের ট্যাপকলে জল পড়ছে ৷ কয়েকটি ওয়ার্ডের মহল্লায় ট্যাপকল দিয়ে সরু, ঝিরঝিরে জল পড়ছে, যা পর্যাপ্ত নয় । তিনি বলেন, "তবে জল আছে ৷ আমরা সেইসব মহল্লায় ট্যাঙ্ক পাঠিয়ে পানীয় জল সরবরাহ করছি । পর্যাপ্ত পানীয় জল সরবরাহের জন্য পৌরসভার তরফে পাইপ লাইন বসানোর কাজ চলছে ৷ এই শিগগিরি মিটবে ।"

সদ্য গঠিত পৌরবোর্ডের বিরুদ্ধে ক্ষোভের পারদ চড়ছে এলাকায় ৷ পৌরপ্রধানের আশ্বাসে এখন তাড়াতাড়ি জল সমস্যার সমাধান হয় কি না, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী ৷

আরও পড়ুন : Water Problem in Malda Medical : মালদা মেডিক্যালে পানীয় জলের সমস্যা, রোগী কল্যাণ সমিতির বৈঠকে আলোচনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.