ETV Bharat / state

মাথার স্ক্রু ঢিলা আছে, মোদিকে আক্রমণ মমতার

author img

By

Published : Mar 26, 2021, 7:02 PM IST

Updated : Mar 26, 2021, 9:16 PM IST

নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতে গিয়ে তাঁর দাড়ির প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি শনিবার একাধিক নির্বাচনী জনসভা করেন ৷ তার মধ্যে একটি ছিল পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ৷ সেখানেই প্রধানমন্ত্রী দাড়ির প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী ৷

মাথার স্ক্রু ঢিলা আছে, মোদিকে আক্রমণ মমতার
মাথার স্ক্রু ঢিলা আছে, মোদিকে আক্রমণ মমতার

ডেবরা, 26 মার্চ : নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতে গিয়ে তাঁর দাড়ির প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি শনিবার একাধিক নির্বাচনী জনসভা করেন ৷ তার মধ্যে একটি ছিল পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ৷ সেখানেই প্রধানমন্ত্রী দাড়ির প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী ৷

কী বলেছেন তিনি ? মমতা বলেন, ‘‘শিল্পের বৃদ্ধি কমে গিয়েছে ৷ শুধু দাড়ি বৃদ্ধি হচ্ছে ৷’’ এখানেই থামেননি তিনি বরং জানান যে প্রধানমন্ত্রী নিজেকে কখনও গান্ধিজীর উপরে নিজেকে ভাবেন ৷ কখনও রবীন্দ্রনাথের উপরে নিজেকে ভাবেন ৷ আবার মোদি কখনও নিজেকে স্বামী বিবেকানন্দ ভাবেন বলেও অভিযোগ করেছেন মমতা ৷

আমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে ৷ সেই প্রসঙ্গ তুলেও সমালোচনা করেন মমতা ৷ তাঁর দাবি, দেশও বেচে দিতে পারেন মোদি ৷ এমনকী, ভারতের নামও মোদি নিজের নামে করে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা ৷ আর এই প্রসঙ্গেই তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রীর স্ক্রু ঢিলা আছে ৷

যদিও এই ভাষণে কোথাও মোদির নাম উচ্চারণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে বুঝতে অসুবিধা হয় না যে তিনি কাকে আক্রমণ করেছেন ৷

মাথার স্ক্রু ঢিলা আছে, মোদিকে আক্রমণ মমতার

অন্যদিকে এদিন আবার তাঁর ভাষণে উঠে এসেছে ‘হোঁদল কুতকুত’ প্রসঙ্গ ৷ আবারও তিনি নাম না করে বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহকে এই কথা বলে আক্রমণ করেছেন ৷ এছাড়া একাধিক ইস্যুতে তিনি বিজেপিকে আক্রমণ করেন ৷

আরও পড়ুন : বহিরাগত গুন্ডাদের নিয়ে ফের সতর্কতা মমতার

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এবার দুই প্রাক্তন আইপিএস এবার ভোটের ময়দানে নেমেছেন ৷ একদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন হুমায়ুন কবীর ৷ অন্যদিকে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ ৷

Last Updated :Mar 26, 2021, 9:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.