ETV Bharat / state

"দুয়ারে" ক্যাম্পে দিলীপ ঘোষের পরিবার, নিল স্বাস্থ্যসাথী কার্ড

author img

By

Published : Jan 12, 2021, 10:38 PM IST

ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের কুলিয়ানা গ্রামে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ি । গ্রামের বাড়িতে থাকেন তাঁর ছোট ভাই হীরক ঘোষ, তাঁর স্ত্রী গঙ্গা ঘোষ ও ছেলে অরিন্দম ঘোষ ।

dilip ghosh family collect swasthyasathi card
dilip ghosh family collect swasthyasathi card

ঝাড়গ্রাম 12 জানুয়ারি : দুয়ারে সরকার ক্যাম্পে এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিবার ! কিছুদিন আগেই রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছিল ঝাড়গ্রামের জেলা বিজেপি সভাপতি সুখময় শতপতির পরিবার ৷ এবার বিজেপিকে অস্বস্তিতে ফেলে স্বাস্থ্যসাথীর কার্ড নিল দিলীপ ঘোষের ভাইয়ের পরিবার ৷ জানা গিয়েছে, তাঁর ভাই হীরক ঘোষ ও খুড়তুতো ভাই সুকেশ ঘোষের পরিবার এই কার্ড সংগ্রহ করেছে ৷ তাঁরা দুজনই ঝাড়গ্রাম জেলায় বিজেপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ।

ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের কুলিয়ানা গ্রামে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ি । গ্রামের বাড়িতে থাকেন তাঁর ছোট ভাই হীরক ঘোষ, তাঁর স্ত্রী গঙ্গা ঘোষ ও ছেলে অরিন্দম ঘোষ । কুলিয়ানা গ্রামেই থাকেন তাঁর খুড়তুতো ভাই সুকেশ ঘোষ ও তাঁর পরিবার ৷ গত ডিসেম্বরে "দুয়ারে সরকার" ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন তাঁরা । তারপর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে হীরকবাবুর স্ত্রী গঙ্গা ঘোষ ও ছেলে এবং খুড়তুতো ভাইয়ের পরিবারের সদস্যরা ছবি তোলেন । স্বাস্থ্যসাথীর কার্ড সংগ্রহ করেছেন ।

স্বাস্থ্যসাথী কার্ড নিলেন দিলীপ ঘোষের পরিবার

হীরক ঘোষ গোপীবল্লভপুর-২ মণ্ডলের বিজেপির সভাপতি । সুকেশ ঘোষ বিজেপির জেলা সহ-সভাপতি । হীরক ঘোষ বলেছেন, "আমাদের পরিবারের সদস্যরা স্বাস্থ্যসাথীর কার্ড নিয়েছেন ৷ কিন্তু এখন কোনও সুযোগ সুবিধা পাইনি । সবাই কার্ড করিয়েছে বলে আমরাও করিয়েছি ।" দিলীপ ঘোষের ভাইয়ের কথায়, "আমার স্ত্রী ও ছেলে স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছে । এই কার্ড তো আজ পর্যন্ত কাজে লাগেনি । সুফল আমার জানা নেই ।"

অথচ এই স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে প্রায় প্রতিদিনই সমালোচনা করে থাকেন বিজেপির এই রা‌জ্য সভাপতি । এমনকি কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প রাজ্যে রূপায়ণ হচ্ছে না বলেও বিজেপি নেতারা অভিযোগ করেন । তবে হীরকবাবুর আক্ষেপ, স্বাস্থ্যসাথীর কার্ড পেলেও তাঁর মা ও দিলীপ ঘোষের রেশন কার্ড এখনও হাতে পাননি ৷ তিনি বলেছেন, "মা ও দিলীপদার রেশন কার্ডের জন্য চারবার খাদ্য দপ্তরে আবেদন করে এসেছি । কিন্তু এখনও রেশন কার্ড পাইনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.