ETV Bharat / state

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল মেদিনীপুরের 4 বছরের অদ্রীশের

author img

By

Published : Nov 5, 2020, 1:53 PM IST

অদ্রীশ পাল
অদ্রীশ পাল

ক্ষীরপাই-এর সেন্ট জনস স্কুলের লোয়ার নার্সারির ছাত্র অদ্রীশ । তার বাবা তাপসকুমার পাল ও মা অনিন্দিতা মণ্ডল পাল উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজে যুক্ত । তার সংস্কৃতিমনস্ক মায়ের প্রশিক্ষণে এই বয়সেই অদ্রীশ পঁচিশটি কবিতা ও ছড়া সুন্দর বাচনভঙ্গির সঙ্গে মুখস্থ বলতে পারে ।

মেদিনীপুর, 5 নভেম্বর : বয়স মাত্র 4 বছর ৷ এখনই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে সবাইকে চমকে দিল মেদিনীপুরের অদ্রীশ পাল । 25 টি কবিতা ও ছড়া সুন্দর বাচনভঙ্গিতে মুখস্থ বলতে পারে সে । এছড়াও ইংরাজিতে সাতটি দিনের নাম, বারো মাসের নাম, এগারো ধরনের আকৃতির নাম, চৌদ্দ ধরনের রঙের নাম, মানবদেহের ষোলোটি অঙ্গের নাম, বারো ধরনের ফল, এগারো ধরনের সবজির নাম বলতে ও চিনতে পারে অদ্রীশ ।

ক্ষীরপাই-এর সেন্ট জনস স্কুলের লোয়ার নার্সারির ছাত্র অদ্রীশ । তার বাবা তাপসকুমার পাল ও মা অনিন্দিতা মণ্ডল পাল উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজে যুক্ত । তার সংস্কৃতিমনস্ক মায়ের প্রশিক্ষণে এই বয়সেই অদ্রীশ পঁচিশটি কবিতা ও ছড়া সুন্দর বাচনভঙ্গির সঙ্গে মুখস্থ বলতে পারে । এছড়াও ইংরেজিতে সাতটি দিনে নাম, বারো মাসের নাম গড়গড় করে বলতে পারে অদ্রীশ । এছাড়াও কম্পিউটার কি বোর্ডে ইংরেজি বর্ণমালার সব অক্ষর এবং ইংরাজিতে এক থেকে​ চল্লিশ পর্যন্ত সংখ্যা টাইপ করতে পারে অদ্রীশ । তার এই সমস্ত গুণাবলী দেখে তাকে মাত্র তিন বছর এগারো মাস বয়সেই স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক রেকর্ডস । অদ্রীশের এই স্বীকৃতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের 2022 সালের সংস্করণে প্রকাশিত হবে ।

অদ্রীশ পাল
মা-বাবার সঙ্গে অদ্রীশ

আর এই আনন্দের খবরটা অদ্রীশ জেনেছে তার চার বছর পূর্ণ হবার দিনে অর্থাৎ জন্মদিনে । সেদিনই সে হাতে পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র, মেডেল, ব্যাজ, আইডেন্টিটি কার্ড, কলম ও স্টিকার । অদ্রীশের এই সাফল্যের স্বীকৃতিতে খুশি তার বাবা-মা সহ পরিবারের অন্যরা এবং পাড়া প্রতিবেশীরা । উল্লেখ্য এই অল্পবয়সেই​ নানা পুরস্কারও শংসাপত্র পেয়েছে অদ্রীশ । মাস কয়েক আগেই একটি আন্তর্জাতিক স্তরের অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় সফল হয়ে পুরস্কৃত হয়েছে সে । লকডাউন ও কোরোনা আবহে বিভিন্ন অনলাইন ইভেন্টে অংশ নিয়ে অদ্রীশ 76টি শংসাপত্র অর্জন করেছে । এছাড়াও ইতিমধ্যে সে আনন্দপুর মুক্তধারা ও বওড়া সারস্বত মেলা, কালিকাপুর সুভাষ মেলা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ অন্য ক্ষেত্রে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে ।

মেদিনীপুরের বিস্ময় শিশু অদ্রীশ পাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.