ETV Bharat / state

Ghatal flood : ঘাটালের বন্যা নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকা পর্যবেক্ষণে প্রতিনিধি দল

author img

By

Published : Aug 12, 2021, 10:24 AM IST

Ghatal flood
Ghatal flood

মুখ্যমন্ত্রীর বন্যা পরিদর্শনের পরদিনই ঘাটালে বন্যা পরিস্থিতি নিয়ে কমিটি গঠন করে রাজ্য সরকার । কমিটির চার সদস্যর প্রতিনিধিদল গতকাল ঘুরে দেখলেন ঘাটালের বন্যা পরিস্থিতি । সরেজমিনে খতিয়ে দেখে তারা রিপোর্ট তৈরি করবেন এবং বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা যায়, সেই বিষয়টিও দেখবেন ।

ঘাটাল, 12 অগস্ট : দুদিন আগে ঘাটালের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তারপরই ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে একটি কমিটি গঠন করে রাজ্য সরকার । বুধবার দুপুরে ওই কমিটির চার সদস্যর একটি প্রতিনিধি দল হেলিকপ্টারে পৌঁছায় ঘাটালের বঙ্গবাসী ক্লাবের মাঠে । সেখান থেকে চলে যান ঘাটালের হরিশপুর,প্রতাপপুরে । শিলাবতী নদীতে নৌকায় ঘুরে দেখেন বাঁধগুলি, ঘুরে দেখেন বন্যা কবলিত এলাকাগুলি ।

নদী বাঁধ ও বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও করা হয় বলে জানা গিয়েছে । চার সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও নিকাশি বিভাগের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্র ।

পর্যবেক্ষণে প্রতিনিধি দল
পর্যবেক্ষণে প্রতিনিধি দল

আরও পড়ুন : Ghatal Flood : এখনও জল নামেনি ঘাটালে, বন্যা পরিস্থিতি তদারকিতে মমতা

মুখ্যমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন করে ঘাটালের বন্যার সার্বিক পরিস্থিতি সবটাই ঘুরে দেখা হয়েছে ৷ এই পরিস্থিতির উন্নতির জন্য, জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হবে এবং পরবর্তী সময়ে রিপোর্ট তৈরি করে তার কাজ শুরু হবে বলে জানান সেচ ও নিকাশি বিভাগের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্র। এদিন বন্যা ও নদী বাঁধ পরিদর্শনের পর ঘাটাল টাউন হলে প্রশাসনিক বৈঠকে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও পর্যালোচনা হয়েছে, এমনটাই জানা গিয়েছে ।

প্রসঙ্গত মঙ্গলবার,10 তারিখ ঘাটালে বন্যা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি । পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়ান মুখ্যমন্ত্রী । মমতার ঘাটাল বন্যা পরিদর্শনে সঙ্গে ছিলেন সাংসদ দেব, সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, জেলার ডিএম,এসপি সহ স্থানীয় ও জেলার জনপ্রতিনিধিরা ।

চার সদস্যর প্রতিনিধিদল গতকাল ঘুরে দেখলেন ঘাটালের বন্যা পরিস্থিতি

বিগত 12 দিনেও ঘাটালের বন্যা পরিস্থিতির তেমন কিছু পরিবর্তন হয়নি । তবে আগের তুলনায় প্লাবিত এলাকায় জল কিছুটা কমেছে । এখনও ঘাটাল ব্লকের 12 টি গ্রাম পঞ্চায়েতের 10 টি গ্রাম এবং পৌরসভার 17 টি ওয়ার্ডের মধ্যে 11 টি ওয়ার্ড জলমগ্ন।

আরও পড়ুন : Ghatal Flood : ফের বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে ঘাটালে

নদীর জলস্তর ধীরগতিতে কমায় প্লাবিত এলাকাগুলি থেকে জল সরতে বিলম্ব হচ্ছে বলে জানা যায় । স্থানীয় এলাকার মানুষের দাবি, এই পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন বন্যার কবল থেকে রক্ষা পায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.