ETV Bharat / state

Jamuria Accident : জামুড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

author img

By

Published : May 15, 2022, 10:55 PM IST

Jamuria Accident news
জামুড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত মহিলা

পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল এক মহিলার ৷ মৃতার নাম আদুরী গোস্বামী ৷ ঘটনাটি ঘটেছে জামুড়িয়া দু'নম্বর জাতীয় সড়কের বেনালী মোড়ের কাছে (Jamuria Road Accident Death) ৷ দুর্ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে । পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় ৷

জামুড়িয়া, 15 মে : জামুড়িয়া দু'নম্বর জাতীয় সড়কের বেনালী মোড়ের কাছে রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার (Jamuria Road Accident Death)। গুরুতর আহত হন ওই মহিলার জামাইবাবু । মৃত মহিলার নাম আদুরী গোস্বামী (42) । খবর পেয়ে ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । দুর্ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে । পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ আসানসোলের চিত্তরঞ্জন থেকে জামাইবাবুকে সঙ্গে নিয়ে আদুরীদেবী তাঁর মেয়ের জন্য জামাই দেখতে আসেন জামুড়িয়ার বেনালী গ্রামে । দু'নম্বর জাতীয় সড়কের বেনালী গ্রামের মোড়ে রাস্তা পারাপার করার সময় দ্রুতগতিতে আসা চারচাকা একটি গাড়ি ধাক্কা মারে । গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার । গুরুতর আহত হন ওই মহিলার জামাইবাবু । স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে । গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে রানিগঞ্জের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

জামুড়িয়ায় জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে অবরোধ করেন স্থানীয়রা

আরও পড়ুন : Purulia Road Accident : বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত বাসচালক, আহত 3

অন্যদিকে, ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । পালিয়ে যাওয়া ঘাতক চারচাকা গাড়িটিকে জামুড়িয়া থানার পুলিশ তিন কিলোমিটার দূরে আটক করে । এরপরই ক্ষুব্দ হয়ে স্থানীয় বাসিন্দারা 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক । পুলিশের আশ্বাসে ফের অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা ।

বাসিন্দাদের অভিযোগ "সিপিভিএফ পুলিশ সঠিক কাজ না করার ফলে প্রত্যেকদিনই দুর্ঘটনা ঘটছে দু'নম্বর জাতীয় সড়কে । আজকেও দুর্ঘটনার সময় সিপিভিএফ পুলিশ মোবাইল নিয়ে ব্যস্ত ছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.