ETV Bharat / state

Trinamool Congress: বিরোধীদের প্রশাসনকে দিয়ে ‘টাইট’ দেওয়ার হুঁশিয়ারি রানিগঞ্জের তৃণমূল নেতার

author img

By

Published : Jul 19, 2023, 2:08 PM IST

মঙ্গলবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে বিক্ষোভ দেখায় সিপিএম ৷ তার পর স্থানীয় তৃণমূল নেতা বিনোদ নুনিয়া বিরোধীদের প্রশাসনকে দিয়ে ‘টাইট’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷ যা নিয়ে শিল্পাঞ্চলে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷

CPIM
CPIM

রানিগঞ্জ, 19 জুলাই: সিপিএম নেতাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে ৷ অভিযোগ, বিনোদ নুনিয়া নামে ওই তৃণমূল নেতা প্রশাসনের সাহায্যে সিপিএম নেতাদের ‘টাইট’ দেবেন বলে হুমকি দিয়েছেন ৷ যা শুনে বিরোধীদের দাবি, বিনোদ নুনিয়া রাখঢাক না রেখেই বকলমে স্বীকার করেই নিয়েছেন যে তৃণমূল পুলিশ ও প্রশাসনকে নিয়ে দল চালাচ্ছে ।

রানিগঞ্জে সিপিএমের বিক্ষোভ: পঞ্চায়েত নির্বাচন ও ভোট গণনার পর থেকেই পশ্চিম বর্ধমান জেলাজুড়ে আন্দোলনে নেমেছে সিপিএম । মিছিল, পথসভা করছে তারা ৷ তাদের অভিযোগ, ভোটের নামে প্রহসন করা হয়েছে ৷ মঙ্গলবার একই অভিযোগে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ ব্লক অফিস ঘেরাও করেছিল সিপিএম । সেখানে তারা মিছিল করে ৷ বিডিও-র হাতে স্মারকলিপি তুলে দেন সিপিএম নেতারা ।

তৃণমূলের বিনোদ নুনিয়ার হুমকি: সিপিএমের এই বিক্ষোভের পরেই পশ্চিম বর্ধমানের আমরাসোতার সিপিএম নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছেন রানিগঞ্জের তৃণমূল নেতা বিনোদ নুনিয়া । তিনি বলেন, "ওরা সব কয়লার টাকা ভাগাভাগি করে । আবার বড় বড় কথা বলছে ? এবার বড় বড় কথা বললে প্রশাসনকে দিয়ে টাইট করিয়ে দেব ।"

আরও পড়ুন: নেতারা দল বদলালে মানুষ তার জবাব দেয়, দেখাল আমরাসোতা পঞ্চায়েত

বিনোদ নুনিয়ার বিরুদ্ধে অভিযোগ: তৃণমূলের এই নেতা বিনোদ নুনিয়ার বিরুদ্ধে ভোট ঘোষণার পর থেকেই বিভিন্নভাবে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল । ভোটের দিন রানিগঞ্জের জেমেরি, জেকে নগরে তাঁর নেতৃত্বেই বিরোধীদের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ । পাশাপাশি ছাপ্পা ও রিগিংয়েরও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে । ফলে ভোটের পর তাঁর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবে নতুন করে জলঘোলা শুরু হয়েছে আসানসোলের রাজনীতিতে । যা নিয়ে বিরোধীদের বক্তব্য, বিনোদ প্রকাশ্যে অন্তত স্বীকার করে নিয়েছেন যে পুলিশ-প্রশাসন দিয়েই তৃণমূল দল চালাচ্ছে ।

রানিগঞ্জে বিক্ষোভ নিয়ে সিপিএমের বক্তব্য: রানিগঞ্জে সিপিএমের অঞ্চল সভাপতি সুপ্রিয় রায় বলেন, "ভোট গণনার দিনে গোটা পশ্চিম বর্ধমান জেলায় একমাত্র জয়ী গ্রাম পঞ্চায়েত আমরাসোতার প্রার্থী সঞ্জয় হেমব্রমের উপর গণনা কেন্দ্রেই প্রাণঘাতী হামলা করা হয় । বিষয়টি পুলিশ এবং প্রশাসনের সামনেই ঘটেছিল । কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।"

কী বলছে প্রশাসন: যদিও সিপিএম নেতার এই দাবিকে মানতে চাননি রানিগঞ্জের বিডিও অভীক বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ''ওঁরা ওঁদের বক্তব্য জানিয়েছেন । যা যা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশেই হয়েছে । ভোট পেরিয়ে গিয়েছে, গণনা হয়ে গিয়েছে, এখন আর নতুন করে এসব কথা তোলা ঠিক নয় । একটা ঘটনা ঘটেছিল, পুলিশ সেটার ঘটনা তদন্ত করছে ।’’

আরও পড়ুন: পশ্চিম বর্ধমানে জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বামেরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.