Madhyamik Examinee in Asansol: মাথায় ইট পড়ে আহত, হাসপাতালে বসে ভূগোল পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী

author img

By

Published : Feb 25, 2023, 7:33 PM IST

Madhyamik 2023 ETV Bharat

মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Examinee) মাথায় ইট পড়ে আহত হয় সে ৷ পর্ষদের তরফে হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করা হল ৷

হাসপাতালে বসেই পরীক্ষা দিল আসানসোলের গৌতম

আসানসোল, 25 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার মরশুম চলাকালীন অঘটন। মাথায় ইট পড়ে আহত হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Examinee) । শুক্রবার সন্ধেয় আসানসোলের বারাবনি থানার পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা এবং মাধ্যমিক পরীক্ষার্থী গৌতম নোনিয়া নিজের বাড়িতেই মাথায় ইট পড়ে আহত হয় । শনিবার সকালে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । এরপরে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মত মাধ্যমিক বোর্ড তার হাসপাতালেই পরীক্ষা নেওয়ার আয়োজন করে ।

আসানসোল জেলা হাসপাতালেরই একটি বিশেষ কক্ষে পুলিশি প্রহরায় এবং বোর্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সামনেই বসে পরীক্ষা দেয় ওই ছাত্র । যদি আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের অবস্থা স্থিতিশীল । আসানসোলের বারাবনির পাঁচগাছিয়া আদর্শ বিদ্যালয়ের ছাত্র গৌতম নোনিয়া ৷ ওই স্কুল থেকেই এবার গৌতম মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) দিচ্ছিল । শনিবার ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা । গৌতমের সিট পড়েছিল আসানসোলের কন্যাপুর বেসিক হাইস্কুলে । অন্যান্য পরীক্ষাগুলি গৌতম কন্যাপুর বেসিক হাইস্কুলেই দিয়েছে । কিন্তু বৃহস্পতিবার সন্ধেয় কোনওভাবে গৌতমের মাথায় একটি ইঁট পড়ে যায় । আহত হয় গৌতম ।

শুক্রবার সকালে গৌতমকে নিয়ে আসানসোল জেলা হাসপাতালে আসে তার পরিবারের লোকেরা। এর পাশাপাশি বিষয়টিকে জানানো হয় মাধ্যমিক বোর্ড এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে । আসানসোল জেলা হাসপাতালে গৌতম নোনিয়াকে পরীক্ষা করে দেখেন চিকিৎসকরা । তার সিটি স্ক্যানও করানো হয় । তাকে পরীক্ষার করার পর চিকিৎসকরা জানান, তেমন বিপজ্জনক আঘাত গৌতমের শরীরে নেই । সিটি স্ক্যান করেও দেখা যায় কোনও স্নায়বিক সমস্যা নেই গৌতমের । এরপরেই চিকিৎসকরা তাকে জিজ্ঞেস করেন সে পরীক্ষা দিতে পারবে কি না । গৌতম রাজি হলে মাধ্যমিক বোর্ডকে জানায় আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষ । সেইমতো আসানসোল জেলা হাসপাতালে পরীক্ষা দেওয়ানের ব্যবস্থা করা হয় গৌতমের ।

আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চতুর্থ তলায় চক্ষু বিভাগের বিশেষ কেবিনে পরীক্ষা দেয় গৌতম নোনিয়া। ওই ওয়ার্ডের বাইরে পুলিশের প্রহরা ছিল। ফলে বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি । এছাড়াও মাধ্যমিক পর্ষদের এক আধিকারিক সারাক্ষণ পরীক্ষা চলাকালীন বসেছিলেন গৌতমের কাছে । পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছে গৌতম । আসানসোল জেলা হাসপাতাল সুপার নিখিলচন্দ্র দাস বলেন. "গৌতম নোনিয়া শুক্রবার সকালে এসেছিল । আমরা তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। গৌতমের অবস্থা বর্তমানে স্থিতিশীল । আমরা তাও তাকে একটু পর্যবেক্ষণে রাখব । আরও একবার পরীক্ষা করার পর গৌতমকে ছেড়ে দেওয়া হবে ।" মনে করা হচ্ছে, আগামী পরীক্ষাগুলি গৌতম পুনরায় নিজের কেন্দ্রে গিয়ে দিতে পারবে ।

আরও পড়ুন: পরীক্ষা দিয়ে ফেরার পথে গাড়ি উলটে আহত 9 মাধ্যমিক পরীক্ষার্থী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.