ETV Bharat / state

Medical Negligence: চিকিৎসার গাফিলতিতে কলেজ পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 7:35 PM IST

College Student Death at Durgapur Sub Divisional Hospital: ভুল চিকিৎসায় কলেজ পড়ুয়ার মৃত্যুর অভিযোগকে ঘিরে তুলকালাম সরকারি হাসপাতালে ৷ বিক্ষোভকারীদের সামাল দিতে মোতায়েন পুলিশ ও কমব্যাট ফোর্স ৷

Medical Negligence Allegation
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

চিকিৎসার গাফিলতিতে কলেজ পড়ুয়ার মৃত্যুর অভিযোগ

দুর্গাপুর, 12 সেপ্টেম্বর: চিকিৎসার গাফিলতিতে কলেজ পড়ুয়ার মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে । জ্বর এবং পেটে ব্যথা নিয়ে সোমবার সকালে হাসপাতলে ভরতি হন বছর 18-এর রাহুল পাল । কাঁকসা থানার গোপালপুরের বাসিন্দা তিনি ৷ রাতে অবস্থার অবনতি ঘটতে থাকায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় রাহুলকে । এরপর মঙ্গলবার সকাল ন'টার পর মৃত্যু হয়েছে রাহুলের ৷ হাসপাতালে তরফ থেকে এমনটাই জানানো হয় । তারপরেই ক্ষোভে ফেটে পড়েন রাহুলের আত্মীয় পরিজনেরা । দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে দেয় তাঁরা । শুরু হয় ব্যাপক উত্তেজনা । পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স ।

রাহুলের পরিবারের অভিযোগ, হাসপাতালের নার্সরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং চিকিৎসকেরা ভুল চিকিৎসা করেছেন । তদন্তের দাবিতে তাই দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনেই বিক্ষোভ শুরু করেন তাঁরা । পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । মৃত তরুণের বাবা লক্ষ্মণ পাল হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বলেন, "আমি কাল সন্ধ্যা থেকে বারবার কর্তব্যরত নার্সদের আমার ছেলের অবস্থার অবনতির কথা জানিয়েছি । তাঁরা কোনও গুরুত্ব দেয়নি । রাতে যখন প্রবল শ্বাসকষ্ট হয় রাহুলের তখন একজনমাত্র ট্রেনি নার্স আমার ছেলেকে দেখে । আজ সকালে আমার ছেলের মারা যাওয়ার খবর দেয় । ওর জ্বর সর্দি ছিল কেবল ৷

আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে

মৃতের প্রতিবেশী সজল শ্যামের অভিযোগ, চিকিৎসায় চূড়ান্ত গাফিলতি হয়েছে । রাহুলকে স্যালাইন এবং ইনজেকশন দেওয়ার পরেই তাঁর অবস্থার আরো অবনতি ঘটে । কিন্তু কোনও চিকিৎসক সেই সময় আসেননি । উলটে রোগীর আত্মীয়দের সঙ্গে নার্স এবং স্টাফরা দুর্ব্যবহার করেন । সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷ রোগীর আত্মীয়দের তোলা সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার চিকিৎসক ধীমান মণ্ডল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.