Medical Negligence Allegation: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে

By

Published : Feb 25, 2023, 2:08 PM IST

thumbnail

চিকিৎসার গাফিলতিতে (Medical Negligence Allegation) রোগী মৃত্যুর অভিযোগ বাঁকুড়ায় ৷ পরিবারের অভিযোগ, যথাসময়ে চিকিৎসা না-মেলায় মৃত্যু হয়েছে বছর 45-এর এক ব্যক্তির । আর এই অভিযোগে সরগরম হয়ে ওঠে বাঁকুড়ার শালতোড়া এলাকা । সেখানকার শিরপুরা গ্রামের বাসিন্দা সীমান্ত বাউড়িকে শুক্রবার সন্ধ্যায় ভরতি হয় শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।  তিনি অত্যধিক পরিমাণে বমি করছিলেন । তাঁর পরিবারের অভিযোগ, সেই সময় স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিৎসক ছিলেন না । নার্সরা তাঁকে ভরতি নেন । ফোনের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে শলা-পরামর্শ করেন । সঠিক চিকিৎসা না-মেলায় ভোররাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে ৷ শেষমেশ ভোররাতে চিকিৎসক  এলে রোগীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার পরামর্শ দেন ৷ প্রায় সঙ্গে সঙ্গে রোগীর মৃত্যু ঘটে । এরপরই বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে রোগীর আত্মীয় পরিজনেরা শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জমা হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র । রোগীর পরিবার এই ঘটনার স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসককে দায়ী করেছেন ৷ অভিযোগ, পরিকাঠামো ঠিকঠাক থাকলেও চিকিৎসক সঠিক সময়ে আসেন না ওই স্বাস্থ্য কেন্দ্রে ৷ পুরো বিষয়টির খবর পেয়ে শালতোড়া থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, বিক্ষোভ চলতেই থাকে । যদিও পুরো বিষয়টি অস্বীকার করেন ওই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সামন্ত হাঁসদা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.