ETV Bharat / state

Post Mortem of Dog: দুর্ঘটনায় মৃত সারমেয়র ময়নাতদন্ত ! বাজেয়াপ্ত ঘাতক লরি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 2:38 PM IST

Updated : Sep 27, 2023, 7:17 PM IST

ETV Bharat
পথ দুর্ঘটনায় মৃত সারমেয়র ময়নাতদন্ত

পোষ্য সারমেয়কে পিষে দিয়ে চলে যায় লরি ৷ এরপরই সারমেয়র মালিক ছোটেন থানায় ৷ তাঁর করা অভিযোগের ভিত্তিতে সারমেয়র ময়নাতদন্ত হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে লরিটিকে ৷

আসানসোল, 27 সেপ্টেম্বর: দুর্ঘটনায় মৃত এক পোষ্য সারমেয়র ময়নাতদন্ত করা হল ৷ সূত্রের খবর, পোষ্যের মালিকের অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই ময়নাতদন্ত করিয়েছে ৷ দিন দুয়েক আগে একটি দুর্ঘটনায় পোষ্যটির মৃত্যু হয় ৷ ওই দুর্ঘটনায় ঘাতক লরিটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ লরির চালকের সন্ধান চলছে ৷ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত নুনী মোড় এলাকায় ৷

আসানসোলের পাঁচগাছিয়ার বাসিন্দা বীরু কুমার ৷ তিনি জানান, সোমবার বাড়ির পোষ্য একটি সারমেয়কে নিয়ে সান্ধ্যভ্রমণে বেরিয়েছিলেন ৷ আসানসোল-গৌরান্ডি রাস্তা ধরে হাঁটছিলেন তিনি ৷ বীরু কুমারের দাবি, রাস্তার বিপদসূচক সাদা দাগের বাইরেই তিনি সান্ধ্যভ্রমণ করছিলেন ৷ এদিকে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের দিকে ধেয়ে আসে ৷ লরিটিকে দেখতে পেয়ে দ্রুত বীরুকুমার সরে যান ৷ তবে তাঁর পোষ্য সারমেয়টিকে পিষে দিয়ে চলে যায় লরিটি ৷ লরিচালক ভেবেছিল, সে হয়তো বীরুকুমারকেই চাপা দিয়েছে ৷ তাই লরি ফেলে ভয়ে পালিয়ে যায় চালক ৷

সঙ্গে সঙ্গে বীরু কুমার তাঁর রক্তাক্ত অবস্থায় সারমেয়টিকে নিয়ে আসানসোলের সরকারি পশু হাসপাতালে যান ৷ সেখানে চিকিৎসকরা পোষ্যটিকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনার পরেই বীরু কুমারের পাশে এসে দাঁড়ায় স্থানীয় পশুপ্রেমী সংগঠনগুলি ৷

সংগঠনগুলি বীরু কুমারকে সঙ্গে নিয়ে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করে ৷ বীরু কুমারের অভিযোগের ভিত্তিতে পুলিশ লরিটিকে আটক করে ৷ সোমবার আসানসোলের সরকারি পশু হাসপাতালে পুলিশ বীরু কুমারের পোষ্য সারমেয়টির ময়নাতদন্ত করিয়েছে ৷ এরপরে বীরু কুমারের হাতে পোষ্যটির দেহ তুলে দেয় পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরিটি কলকাতায় নথিভুক্ত ৷ লরির মালিক এবং চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ অন্যদিকে এই ঘটনায়, লরিচালকের চূড়ান্ত শাস্তি দাবি করেছেন পশুপ্রেমী সংগঠনগুলি ৷ তারা ইতিমধ্যে ই-মেল করে বিষয়টি প্রশাসনের নজরে এনেছে ৷ আসানসোল উত্তর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই বোঝা যাবে, সারমেয়টির মৃত্যুর আসল কারণ কী ! ইতিমধ্যে লরির চালকের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷

আরও পড়ুন: আচমকা জঙ্গিদের গুলি, প্রাণ দিয়ে হ্যান্ডলারকে বাঁচাল বাহিনীর সারমেয় যোদ্ধা

Last Updated :Sep 27, 2023, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.